গৃহহীন মানুষদের ওয়াশিংটন থেকে সরিয়ে দিতে হবে: ট্রাম্প

মুনা নিউজ ডেস্ক | ১১ আগস্ট ২০২৫ ২১:৪৪

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ওয়াশিংটন ডিসি থেকে অবিলম্বে গৃহহীন মানুষদের সরিয়ে দেয়ার কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এ কথার বিরোধীতা করেছেন শহরটির মেয়র। তিনি মনে করেন না যে রাজধানীকে ইরাকের বাগদাদের সঙ্গে মেলানো উচিত।

এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানায়, সোমবার এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন ডিসিকে আরও নিরাপদ এবং সুন্দর করে গড়ে তোলার কথা পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট। মূলত এর ভিত্তিতেই শহর থেকে ছিন্নমূল মানুষদের সরিয়ে নেয়ার কথা জানান তিনি। তবে তার বক্তব্যের তীব্র বিরোধীতা করেছেন ডেমোক্রেটিক মেয়র মুরিয়েল ব্রাউসার। তিনি বলেছেন, আমরা এখানে তেমন অপরাধের মুখোমুখি হই না।

গত মাসে একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। যার মাধ্যমে গৃহহীন মানুষদের গ্রেপ্তারকে সহজ করা হয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসির রাস্তায় ফেডারেল আইন প্রয়োগকারী বাহিনীকে গ্রেপ্তারেরও নির্দেশ দেন।

রোববার নিজের ট্রুথ সোশ্যালের এক পোস্টে প্রেসিডেন্ট লেখেন, গৃহহীনদের অতিসত্তর এখান থেকে সরিয়ে নিতে হবে। আমরা তোমাদেরকে বসবাসের স্থান দেব, তবে সেটা রাজধানী থেকে বহু দূরে। অপরাধীরা, তোমাদের এখান থেকে সরে যেতে হবে না। আমরা তোমাদের জেলে পুরবো, সেখানেই তোমরা থাকবে।

স্তুপকৃত ময়লার পাশে অবস্থিত তাবুর ছবি শেয়ার করে ওই পোস্ট দেন ট্রাম্প। উল্লেখ করেন সেখানে ভালো কোনো মানুষ থাকে না। আমরা আমাদের রাজধানী পুনরায় ফেরত চাই। আপনাদের ধন্যবাদ যারা এ বিষয়ে সতর্ক হয়েছেন।

তবে ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে এখনও স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। তবে ২০২২ সালের এক বক্তৃতায় ট্রাম্প বলেছিলেন, গৃহহীনদের রাজধানীর বাইরে আরও ভালো তাবুতে বসবাসের ব্যবস্থা করবেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: