রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার প্রতিক্রিয়া

নতুন ২৫ শতাংশসহ ভারতের ওপর ৫০% শুল্ক আরোপ ট্রাম্পের

মুনা নিউজ ডেস্ক | ৬ আগস্ট ২০২৫ ২১:৩৩

ফাইল ছবি ফাইল ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে ‘জরিমানা’ হিসেবে অতিরিক্ত এই ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে আগের ২৫ শতাংশ পাল্টা শুল্কসহ ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হলো।

বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প এসংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন। আজ থেকে ২১ দিন পর এই শুল্ক কার্যকর হবে। অবশ্য গত সপ্তাহের শুরুতে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে তিনি ভারতের ওপর ‘উল্লেখযোগ্য মাত্রায়’ শুল্ক বৃদ্ধি করবেন। তাঁর অভিযোগ, রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনে তা থেকে মোটা অঙ্কের লাভ করছে ভারত।

গত সোমবার ভারত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখায়। ভারত বলেছিল, রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য দিল্লিকে নিশানা করাটা ‘অন্যায় ও অযৌক্তিক’। ভারত আরও দাবি করেছিল, এতে দ্বিচারিতা আছে। কারণ, যুক্তরাষ্ট্র ও ইইউ নিজেরাও এখনো রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক অব্যাহত রেখেছে।



আপনার মূল্যবান মতামত দিন: