
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা যেকোনো সময় শুল্ক ও দ্বিপক্ষীয় মতবিরোধ নিয়ে আলোচনার জন্য তাঁকে ফোন করতে পারেন। ১ আগস্ট হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, "লুলা যখন ইচ্ছা আমার সঙ্গে কথা বলতে পারেন," এবং জানান, তিনি ব্রাজিলের জনগণকে ভালোবাসেন, যদিও দেশটির নেতারা ‘ভুল কাজ করছে’ বলে মন্তব্য করেন।
ট্রাম্পের বক্তব্যকে ‘চমৎকার’ হিসেবে অভিহিত করেছেন ব্রাজিলের অর্থমন্ত্রী ফার্নান্দো হাদাদ। তিনি জানান, লুলাও এ বিষয়ে ইতিবাচক এবং শিগগিরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে হাদাদের যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে একটি ভার্চ্যুয়াল বৈঠকের কথা রয়েছে, যা লুলা-ট্রাম্প বৈঠকের পথ তৈরি করতে পারে।
ট্রাম্প সম্প্রতি ব্রাজিলের কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন, যদিও সব পণ্যে তা প্রযোজ্য নয়। এ ছাড়া তিনি বলসোনারোর বিচারকে রাজনৈতিক হয়রানি হিসেবে আখ্যা দিয়েছেন এবং বিচার তদারক করা সুপ্রিম কোর্টের বিচারকের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। এসব পদক্ষেপকে লুলা "অযৌক্তিক এবং ব্রাজিলের বিচারব্যবস্থায় হস্তক্ষেপ" হিসেবে প্রত্যাখ্যান করেছেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে লুলা লিখেছেন, ব্রাজিল সব সময় সংলাপের জন্য উন্মুক্ত—তবে ট্রাম্পের মন্তব্য নিয়ে তিনি সরাসরি কিছু বলেননি।
আপনার মূল্যবান মতামত দিন: