বহু আকাঙ্খিত গোল্ডেন ডোম প্রকল্পের জন্য স্পেসএক্সের বিকল্প সন্ধানে ট্রাম্প প্রশাসন

মুনা নিউজ ডেস্ক | ২৩ জুলাই ২০২৫ ০৭:০৪

ফাইল ছবি ফাইল ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম উচ্চাভিলাষী প্রতিরক্ষা প্রকল্প গোল্ডেন ডোম-এর জন্য স্পেসএক্সের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প প্রযুক্তি ও অংশীদার খোঁজা হচ্ছে। এই প্রকল্পে যোগদানের জন্য অ্যামাজনের প্রোজেক্ট কুইপার এবং বড় প্রতিরক্ষা ঠিকাদারদের সঙ্গে আলোচনা শুরু করেছে পেন্টাগন। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গণমাধ্যমটি বলছে, স্পেসএক্স ও এর প্রধান ইলন মাস্কের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্কে অবনতি প্রকল্পটিতে নতুন অংশীদার যুক্ত করার পেছনে অন্যতম কারণ। গত ৫ জুন মাস্ক-ট্রাম্প প্রকাশ্যে বিবাদে জড়ান, যার পর থেকেই বিকল্প খোঁজার তৎপরতা বাড়ে। যদিও স্পেসএক্স এখনো উৎক্ষেপণ সক্ষমতায় অপ্রতিদ্বন্দ্বী, তবে তাদের প্রভাব হ্রাস পাচ্ছে বলে মনে করা হচ্ছে।

অ্যামাজনের ১০ বিলিয়ন ডলারের প্রোজেক্ট কুইপার এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ৩ হাজার স্যাটেলাইটের পরিকল্পনার মধ্যে মাত্র ৭৮টি উৎক্ষেপণ করেছে এই প্রতিষ্ঠান। তবে জাতীয় নিরাপত্তার জন্য এর লো-আর্থ অরবিট স্যাটেলাইটগুলো ব্যবহারযোগ্য হতে পারে বলে মনে করছে পেন্টাগন। অ্যামাজনের এক মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

প্রকল্পে লকহিড মার্টিন, নর্থরপ গ্রুম্যান, এলথ্রি হ্যারিস এবং আরটিএক্স সহ বড় কোম্পানিগুলোর পাশাপাশি স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোকেও বিবেচনায় নিচ্ছে প্রশাসন। স্টোক স্পেস ও রকেট ল্যাবের মতো নতুন রকেট কোম্পানির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

১৭ জুলাই সিনেটে এ বিষয়টি নিশ্চিত হয়। সেখানে স্পেস ফোর্স জেনারেল মাইকেল গুটলাইনকে এই প্রকল্পের দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে তাকে ৩০ দিনের মধ্যে টিম গঠন, ৬০ দিনে প্রাথমিক ডিজাইন এবং ১২০ দিনে পূর্ণ বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপন করতে হবে।

গোল্ডেন ডোম প্রকল্প শুরুর দিকে প্যালান্টির ও আন্দুরিলের মতো ট্রাম্প-ঘনিষ্ঠ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বড় ভূমিকা থাকার কথা থাকলেও মাস্কের সঙ্গে সম্পর্কের অবনতিতে সমীকরণ বদলেছে। মাস্ক সম্প্রতি রিপাবলিকানদের বিরুদ্ধে আমেরিকা পার্টি নামের একটি প্রযুক্তিকেন্দ্রিক রাজনৈতিক মুভমেন্ট শুরু করেছেন।

কুইপার ও অন্যান্য বেসরকারি স্যাটেলাইটের প্রতিরক্ষা ব্যবহারে সাইবার নিরাপত্তা অন্যতম বড় চ্যালেঞ্জ। মে মাসে মাস্ক জানান, রাশিয়ান জ্যামিং প্রতিরোধে স্পেসএক্সকে ব্যাপকভাবে কাজ করতে হচ্ছে। এটা খুব কঠিন সমস্যা।

পুরোপুরি কার্যকর একটি মহাকাশ-ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বৈশ্বিক নিরাপত্তার সমীকরণও পাল্টে দিতে পারে। প্রতিপক্ষ রাষ্ট্রগুলো তখন নতুন অস্ত্র বা মহাকাশে সামরিক সক্ষমতা বৃদ্ধির দিকে ঝুঁকতে পারে।

১৭৫ বিলিয়ন ডলারের গোল্ডেন ডোম প্রকল্প শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, বৈশ্বিক প্রতিরক্ষা নীতির জন্যও একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে। স্পেসএক্সের একচেটিয়া আধিপত্যের অবসান এবং কুইপার ও অন্যান্য কোম্পানির প্রবেশ মার্কিন প্রতিরক্ষা নীতিতে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: