
অভিবাসন আইন প্রয়োগ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিরোধের জেরে উইসকনসিনের এক বিচারককে গ্রেপ্তার করেছেন মার্কিন কর্মকর্তারা। এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন, গত সপ্তাহে অভিবাসন আইন প্রয়োগে বাধা দেওয়ার অভিযোগে ফেডারেল এজেন্টরা একজন বিচারককে গ্রেপ্তার করেছে।
যদিও পরে পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। তবে ইউএস মার্শাল সার্ভিসের এক মুখপাত্র জানান, মিলওয়াকির কাউন্টি সার্কিট জজ হান্নাহ ডুগানকে শুক্রবার সকালে আদালত ভবন থেকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে এফবিআইয়ের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিচার বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশাসনের অভিবাসন অভিযানে বাধা সৃষ্টিকারী স্থানীয় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য ফেডারেল প্রসিকিউটরদের প্রতি আহ্বান জানানোর পর এই গ্রেপ্তারের ঘটনা ঘটল।
মেমোতে বলা হয়েছে, অভিবাসন আইন প্রয়োগে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করা বা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হতে পারে।
প্যাটেল তার মুছে ফেলা পোস্টে বলেছিলেন যে অভিবাসন কর্মকর্তারা এডুয়ার্ডো ফ্লোরেস রুইজকে গ্রেপ্তারের চেষ্টা করছিলেন, যাকে তিনি "অবৈধ এলিয়েন" হিসাবে বর্ণনা করেছিলেন। প্যাটেল পোস্টে লিখেছিলেন -' "সৌভাগ্যক্রমে, আমাদের এজেন্টরা তাকে হেফাজতে নিতে সক্ষম হয়েছে। '
আপনার মূল্যবান মতামত দিন: