ইলিনয় ও নেব্রাস্কায় পৃথক বিমান দুর্ঘটনায় নিহত ৭

মুনা নিউজ ডেস্ক | ২০ এপ্রিল ২০২৫ ১৬:১১

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ইলিনয় ও নেব্রাস্কা রাজ্যে পৃথক দুটি বিমান দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে। দুই রাজ্যের পৃথক দুটি দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারগুলো গভীর দুঃখে আছে। বিমান দুর্ঘটনা যেন একটি বার্তা দেয়, রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা আরও দৃঢ় করা দরকার।

শনিবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় সকালে ইলিনয়ের মধ্যাঞ্চলে একটি ছোট বিমান বিদ্যুৎ লাইনের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। এতে বিমানটির চারজন আরোহী নিহত হন। একই দিন শুক্রবার রাতে, নেব্রাস্কা রাজ্যের ফ্রেমন্টের দক্ষিণে, প্লেট নদীর ধারে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হন। এই দুটি দুর্ঘটনা পৃথকভাবে ঘটেছে, তবে উভয়ই শোকের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইলিনয়ের দুর্ঘটনায়, স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ট্রিলার কাউন্টি লাইন রোডে একটি সেসনা ১৮০ বিমান বিদ্যুৎ লাইনের সঙ্গে ধাক্কা খেয়ে একটি মাঠে বিধ্বস্ত হয়। এতে দু’জন পুরুষ ও দু’জন নারী নিহত হন। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি, তবে পুলিশ কাজ করছে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য।

অন্যদিকে, নেব্রাস্কা রাজ্যের ফ্রেমন্টের দক্ষিণে প্লেট নদীর ধারে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হন। নিহতরা হলেন- ড্যানিয়েল উইলিয়ামস (৪৩), জেফ বিটিঙ্গার (৫০), এবং র‍্যান্ডি আমরেইন (৪৮)।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড উভয় দুর্ঘটনার তদন্ত করবে। এটি খুবই দুঃখজনক যে, একে একে আমরা আরও অনেক প্রাণ হারাচ্ছি। সকলের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সতর্কতা এবং শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করা জরুরি। 



আপনার মূল্যবান মতামত দিন: