ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় অগ্রগতি না হলে ‘পিছু হটবে’ ট্রাম্প

মুনা নিউজ ডেস্ক | ১৯ এপ্রিল ২০২৫ ১৮:১৭

ফাইল ছবি ফাইল ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র এ উদ্যোগ থেকে ‘পিছু হটবে’। শুক্রবার হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, যদি কোনো পক্ষ আলোচনায় বাধা সৃষ্টি করে, তাহলে আমরা বলব, ‘তোমরা নির্বোধ, ভয়ংকর মানুষ’—এবং আমরা সরে আসব।

এর কয়েক ঘণ্টা আগেই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র এ বিষয়ে আর সময় নষ্ট করবে না। তিনি বলেন, ‘আমরা সপ্তাহের পর সপ্তাহ এটা চালিয়ে যাব না। আমাদের আরও গুরুত্বপূর্ণ কাজ রয়েছে।’

এ অবস্থার মধ্যেই শুক্রবার রাশিয়ার হামলায় ইউক্রেনের খারকিভ ও সুমি শহরে অন্তত দুইজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

শান্তি আলোচনা নিয়ে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মাঝে এখনও মতপার্থক্য বিরাজ করছে। রাশিয়া কিছু শর্ত দিচ্ছে, আর ইউক্রেন নিরাপত্তা গ্যারান্টি চাচ্ছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে রোমে বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আমরা এখনও আশাবাদী যে যুদ্ধ বন্ধে সমাধানে পৌঁছানো সম্ভব।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একটি খনিজ সম্পদ চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে, যার আওতায় ইউক্রেন পুনর্গঠনের জন্য একটি বিনিয়োগ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে। এই চুক্তি ২৬ এপ্রিলের মধ্যে চূড়ান্ত হতে পারে।

তবে ইউক্রেনের সংসদ সদস্যরা জানিয়েছেন, চুক্তির চূড়ান্ত অনুমোদন সংসদেই হবে এবং সেটি যাতে দেশের স্বার্থে হয় তা নিশ্চিত করা হবে।

এ ছাড়া ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা, মার্কো রুবিও ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে প্যারিসে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: