কোভিড ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করছে হোয়াইট হাউসের ওয়েবসাইট

মুনা নিউজ ডেস্ক | ১৯ এপ্রিল ২০২৫ ১৮:০৭

ফাইল ছবি ফাইল ছবি

পুরো পৃথিবীতে ৬৮ লক্ষেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া কোভিড-১৯ ভাইরাস খুব চীনের একটি সরকার-নিয়ন্ত্রিত ল্যাবরেটরি থেকেই ছড়িয়েছিল, এমন দাবি করেছে হোয়াইট হাউসের একটি ওয়েবসাইট। করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে বিতর্কিত ‘ল্যাব লিক’ থিওরি সমর্থন করেছে ওয়েবসাইটটি।

শুক্রবার চালু হওয়া এই ওয়েবসাইটে বলা হয়েছে, কোভিড-১৯ ভাইরাসটি সম্ভবত চীনের উহানে অবস্থিত একটি পরীক্ষাগার থেকে ফাঁস হয়ে মানুষের মধ্যে ছড়িয়েছে।

এনবিসি নিউজ ও সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ‘Covid.gov-এ প্রবেশের চেষ্টা করলে এখন ব্যবহারকারীরা হোয়াইট হাউসের নতুন সেই ওয়েবসাইটে প্রবেশ করছেন। যেখানে ভাইরাসটির গবেষণাগার-উৎপত্তির তত্ত্বকে জোর দিয়ে উপস্থাপন করা হয়েছে। এটি মার্কিন সরকারিভাবে পরিচালিত কোভিড-সম্পর্কিত তথ্যভাণ্ডারের পরিবর্তে সম্পূর্ণ নতুন এক বার্তা বহন করছে।’

এনবিসি নিউজ জানায়, এ পরিবর্তন এমন এক সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্রে কোভিড তহবিলে বড় পরিসরে বাজেট হ্রাস করা হয়েছে। সিডিসি সম্প্রতি ১১.৪ বিলিয়ন ডলার তহবিল হ্রাস করেছে। যা কোভিড চিকিৎসা ও প্রতিরোধ কর্মসূচিকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (NIH) বাতিল করেছে কোভিড গবেষণার জন্য নির্ধারিত একাধিক অনুদান, যার মধ্যে একটি ছিল ৫৭৭ মিলিয়ন ডলারের ওষুধ উন্নয়ন প্রকল্প।

 



আপনার মূল্যবান মতামত দিন: