
ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রবিবার দিনের শুরুতেই ঈদের নামাজ আদায় করার জন্য নিজ নিজ এলাকার মসজিদে ছুটে যান মুসলমানরা ।
বাঙালী ছাড়াও বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে নিউ ইয়র্কের মসজিদগুলোতে, খোলা মাঠে এমনকি রাস্তায়ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
অনেক মসজিদে দুয়ের বেশি ঈদ জামাত হয়েছে।
ঈদের জামাতগুলোতে ফিলিস্তিনী নির্যাতিত মুসলিমসহ মুসলিম উম্মাহর কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নিউ ইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টার, মসজিদ মারজান, আল আমিন মসজিদ, বেলাল মসজিদ, ব্রুকলিন ইসলামিক সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, বায়তুল আমান ইসলামিক সেন্টারে বড় আকারের ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।
বিভিন্ন এলাকায় জামাতে নামাজের জন্য মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা ছিলো।
নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। কেউ কেউ সপরিবারে আত্নীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বাসায় গিয়েও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর নতুন পোষাক পরে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সীরা ঈদের জামাতে অংশ নেন।
দেশে থাকা আত্মীয় স্বজনদের সাথে ভিডিও কলের মাধ্যমেও ঈদ আনন্দ ভাগাভাগি করেন প্রবাসীরা ।
ঈদে নিউ ইয়র্কে স্কুলগুলো ছুটি থাকায় শিক্ষার্থীদের আনন্দ উদ্দীপনার মাত্রা ছিলো বেশী ।
এছাড়াও ওয়াশিংটন মেট্রো, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, নিউ জার্সি, পেনসিলভেইনিয়া, টেক্সাস, লস এঞ্জেলেস, ফিনিক্স, বস্টন, কানেকটিকাট, ওহাইয়ো, শিকাগোসহ মুসলিমদের বসবাস এলাকা থেকেও ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে।
এদিকে চাঁদ দেখা না দেখা নিয়ে বির্তক থাকায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল হিলাল কমিটির অনুসারীরা নিউ ইয়র্কসহ বিভিন্ন রাজ্যে সোমবার ঈদ উদযাপন করবে ।
আপনার মূল্যবান মতামত দিন: