
এবার নাগরিকত্ব পেতে নতুন প্রকল্পের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ৫ মিলিয়ন ডলারে ‘গোল্ড কার্ড’ কিনে পাওয়া যাবে আমেরিকার নাগরিকত্ব।
এর মাধ্যমে বিদেশী নাগরিকদের জন্য গ্রিন কার্ড রেসিডেন্সি স্ট্যাটাসও পাওয়া যাবে। এই প্রকল্পের ভবিষ্যৎ খুব উজ্জ্বল বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন যে, দশ লাখের বেশি গোল্ড কার্ড বিক্রি করতে পারবেন তারা। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
এতে বলা হয়, বিশ্বের অলিগার্কদের আকৃষ্ট করতেই এই প্রকল্পের কথা জানিয়েছেন ট্রাম্প। এই উদ্যেগটি দ্রুতই জাতীয় ঋণ পরিশোধ করতে পারবে বলে মনে করা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ই-বি অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের পরিবর্তে নতুন প্রস্তাবিত গোল্ড কার্ড ব্যবস্থা চালু করা হবে।
এর মাধ্যমে বিনিয়োগকারীরার যুক্তরাষ্ট্রে চাকরির পাশাপাশি স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পাবেন।
রুশ ধনকুবেররাও (অলিগার্ক) এই কার্ডের জন্য যোগ্য বিবেচিত হবেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, সম্ভবত, হ্যাঁ। আমি কয়েকজন রুশ অলিগার্ককে চিনি যারা খুব ভালো মানুষ। এই নতুন প্রস্তাবটি বাস্তবায়িত হলে বিদেশি বিনিয়োগকারীদের জন্য মার্কিন অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আপনার মূল্যবান মতামত দিন: