জো বাইডেন যুক্ত হলেন প্রতিভা সংস্থার সাথে

মুনা নিউজ ডেস্ক | ৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৯

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি প্রতিভা ব্যবস্থাপনা সংস্থা ক্রিয়েটিভ আর্টিস্টস এজেন্সির (সিএএ) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এটি তার পরবর্তী কর্মজীবন গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

এই চুক্তির মাধ্যমে তিনি সিএএতে ফিরে গেলেন, যা ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত তার প্রতিনিধিত্ব করেছিল। এজেন্সির সহসভাপতি রিচার্ড লাভেট এক বিবৃতিতে বলেছেন, ‘(সাবেক) প্রেসিডেন্ট বাইডেন জাতীয় ও বৈশ্বিক বিষয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম শ্রদ্ধেয় ও প্রভাবশালী কণ্ঠস্বর।

তিনি আরো বলেন, ‘জনসেবার প্রতি তার আজীবন প্রতিশ্রুতি ঐক্য, আশাবাদ, মর্যাদা ও সম্ভাবনার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমরা তার সঙ্গে পুনরায় অংশীদার হতে পেরে গভীরভাবে সম্মানিত বোধ করছি।’

এই প্রতিভা ব্যবস্থাপনা সংস্থার সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামারও সম্পৃক্ততা রয়েছে। ৮২ বছর বয়সী বাইডেন যদিও তার পাঁচ দশকের সরকারি জীবনের পরবর্তী পরিকল্পনা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি।

অবশ্য গত জানুয়ারিতে হোয়াইট হাউস ছাড়ার সময় তিনি সমর্থকদের আশ্বস্ত করে বলেছিলেন, ‘আমরা অফিস ছেড়ে যাচ্ছি, কিন্তু লড়াই ছেড়ে যাচ্ছি না।’
ক্ষমতা ছাড়ার দুই সপ্তাহ পার হলেও নতুন কোনো বই বা প্রকল্প নিয়ে তার কোনো ঘোষণা আসেনি।

এর আগে সিএএর সঙ্গে থাকাকালীন ২০১৭ সালে তিনি তার আত্মজীবনীমূলক ‘গ্রন্থ প্রমিজ মি, ড্যাড : আ ইয়ার অব হোপ, হার্ডশিপ, অ্যান্ড পারপাস’ প্রকাশ করেন। বইটি তার বড় ছেলে বো বাইডেনের মৃত্যু ও সেই সময়কার অভিজ্ঞতা নিয়ে লেখা, যা নিউ ইয়র্ক টাইমসের সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় শীর্ষে উঠে আসে এবং আমেরিকান প্রমিজ বই ভ্রমণ আয়োজনের অনুপ্রেরণা হয়ে ওঠে। অনেকেই এই ভ্রমণকে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থিতার প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখেছিলেন।
বাইডেন বর্তমানে তুলনামূলকভাবে কম প্রকাশ্যে আসছেন। তবে তাকে ডেলাওয়ারে নিজ বাড়ির আশপাশে দেখা গেছে এবং তিনি তার সাবেক সহকারী ও সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সম্প্রতি তিনি তার নাতনি নাওমির সন্তানের জন্মের মাধ্যমে প্রপিতামহ হয়েছেন।

সিএএ সাধারণত চলচ্চিত্র তারকা ও খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে কাজ করলেও রাজনীতিবিদ ও সামাজিক উদ্যোগের সঙ্গেও তাদের অংশীদারিত্ব বেশ পুরনো।

সাবেক প্রেসিডেন্ট ওবামা ও মিশেল ওবামার এজেন্সিটির সঙ্গে চুক্তির ফলে তাদের প্রযোজনা প্রতিষ্ঠান হায়ার গ্রাউন্ড থেকে একাধিক পুরস্কারজয়ী চলচ্চিত্র ও টেলিভিশন শো নির্মিত হয়েছে, যার মধ্যে আমেরিকান ফ্যাক্টরি নামের অস্কারজয়ী প্রামাণ্যচিত্রও রয়েছে।
এ ছাড়া সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও তার বই প্রকাশনার জন্য সিএএর সঙ্গে চুক্তিবদ্ধ হন। তার হার্ড চয়েসেস বইটি যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে তার সময়কালের ওপর ভিত্তি করে লেখা।



আপনার মূল্যবান মতামত দিন: