ট্রাম্প-সৌদি রাজপরিবারের নতুন মাখামাখির ইঙ্গিত

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও যুক্তরাষ্ট্রে আসছে বিপুল সৌদি বিনিয়োগ

মুনা নিউজ ডেস্ক | ২৩ জানুয়ারী ২০২৫ ১৫:১২

ফাইল ছবি ফাইল ছবি

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের চার বছরে যুক্তরাষ্ট্রে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ অন্তত ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি সরকার। ২২ জানুয়ারি রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই পরিকল্পনার কথা জানান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার সকালে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানান সৌদি যুবরাজ। ওভাল অফিসে ফিরে আসার জন্য ট্রাম্পকে নিজের এবং বাদশাহ সালমানের পক্ষ থেকে অভিনন্দন জানান প্রিন্স মোহাম্মদ।

তিনি বলেন, সৌদি নেতারা আমেরিকার জনগণের আরও অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় ট্রাম্প কিং সালমান ও ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানান এবং উভয় দেশের সাধারণ স্বার্থে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

এসপিএর প্রতিবেদনে সৌদি ক্রাউন প্রিন্সের বরাতে জানা যায়, বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে ব্যাপক সংস্কার চালানোর ট্রাম্পের অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে সৌদি আরব এই অংশীদারত্ব ও বিনিয়োগের সুযোগে অংশ নিতে চায়।

২০১৮ সালে ক্রাউন প্রিন্স বলেছিলেন, ‘অস্ত্র সরঞ্জামের একটি অংশ সৌদি আরবে তৈরি হবে। এই উদ্যোগ আমেরিকা ও সৌদি আরবে কর্মসংস্থান সৃষ্টি করবে, উভয় দেশের জন্য ভালো বাণিজ্য, ভালো সুবিধা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আসবে। পাশাপাশি, এটি আমাদের নিরাপত্তাকে সহায়তা করবে।’ ট্রাম্পের নতুন মেয়াদেও নিজেদের মধ্যে এই সহযোগিতা ধরে রাখতে চান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: