ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত ইলন মাস্ক, বেজোস এবং জাকারবার্গ

মুনা নিউজ ডেস্ক | ১৫ জানুয়ারী ২০২৫ ১৪:৩৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে  আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিষেক অনুষ্ঠানকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। এর মধ্যে শোনা গেল ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন প্রযুক্তি জগতের শীর্ষ ধনী ইলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জাকারবার্গ। এনবিসি নিউজকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ওই তিন ধনকুবের। প্রযুক্তি খাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে কাজ করতেই ২০ জানুয়ারি ট্রাম্পের সঙ্গে এক মঞ্চে থাকবেন তারা। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে অনুষ্ঠানের দিন ট্রাম্প প্রশাসনের বিশিষ্ট মন্ত্রীদের সঙ্গেই মঞ্চে উপবিষ্ট হবেন প্রযুক্তি খাতের ওই তিন মহারথি। 

এদের মধ্যে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা এবং মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক নতুন কিছু নয়। তিনি যে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে থাকবেন তা কাউকেই অবাক করবে না। কেননা ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় লাখ লাখ ডলার বিনিয়োগ করেছেন ইলন মাস্ক। ট্রাম্পের রাজনীতির একজন কট্টর সমর্থকও ওই ধনকুবের। 

অন্যদিকে জেফ বেজোস এবং মার্ক জাকারবার্গের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা তুলনামূলকভাবে কম। তবে উভয়ই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক গাড়ো করার পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যেই ট্রাম্পের মার-এ- লাগো রিসোর্টে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রযুক্তি খাতের ওই দুই ব্যক্তি। তারা উভয়ই ট্রাম্পের রাজনৈতিক অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছেন। 

জাকারবার্গ সম্প্রতি মেটার নতুন নীতিমালায় পরিবর্তন এনে যুক্তরাষ্ট্রে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফ্যাক্ট-চেকিং প্রক্রিয়া বাতিলের ঘোষণা দেন। তিনি এটিকে সরকারের এবং ঐতিহ্যবাহী গণমাধ্যমের ‘নির্যাতনমূলক সেন্সরশিপ’ হিসেবে অভিহিত করেন।

অন্যদিকে, বেজোস এবং ট্রাম্পের সম্পর্ক দীর্ঘদিন ধরে টানাপোড়েনের মধ্যে ছিল। বেজোসের মালিকানাধীন ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ ট্রাম্পের কঠোর সমালোচনা করেছে। তবে সাম্প্রতিক নির্বাচনের আগে পত্রিকাটি কোনো প্রেসিডেন্ট প্রার্থীকে সমর্থন করেনি, যা দেশের গণমাধ্যমকে অবাক করেছে।

জাকারবার্গের ডানপন্থী অবস্থান ইতিমধ্যে মেটা পর্যবেক্ষকদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে। নির্বাচনের পরে তিনি ট্রাম্পের অভিষেকোত্তর একটি সংবর্ধনা অনুষ্ঠানের সহ-আয়োজক হবেন বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: