ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে দ্রুতগতি ছড়িয়ে পড়ছে দাবানল। ভয়ার্ত বাসিন্দারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। দাবানলের আগুনে ইতোমধ্যে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট জো বাইডেন তার ইতালি সফর বাতিল করেছেন। ইতালির রোমে পোপ ফ্রান্সিসের সাথে সাক্ষাৎ করার কথা ছিল বাইডেনের। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে জানিয়েছেন, লস অ্যাঞ্জেলসে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, দমকল এবং জরুরি বিভাগের কর্মীদের সাথে বৈঠক করার পর বুধবার ভোরে ওয়াশিংটনে ফিরে এসে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
বাইডেন প্রেসিডেন্ট হিসেবে তার সর্বশেষ বিদেশ সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে শনিবার ইতালি সফর করার কথা ছিল। এদিকে দাবানলের এই ঘটনায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।
হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। শহরের পশ্চিম দিকের বসতি এলাকা থেকে প্রায় ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: