জিম্মিদের মুক্তি নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি

মুনা নিউজ ডেস্ক | ৮ জানুয়ারী ২০২৫ ২১:৪৪

ফাইল ছবি ফাইল ছবি

প্রেসিডেন্ট-নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি ২০ জানুয়ারির মধ্যে হামাস গাজার জিম্মিদের মুক্তি না দেয়, তবে মধ্যপ্রাচ্যে ‘ভয়াবহ পরিস্থিতি’ তৈরি হবে।

মঙ্গলবার ফ্লোরিডার মার-আ-লাগো ক্লাবে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “এটি হামাসের জন্য ভালো হবে না এবং কারও জন্যই ভালো হবে না।”

ট্রাম্প আরও বলেন, “আমরা ইসরায়েলের এবং আমাদের দেশের নাগরিকদের জিম্মিদশা থেকে মুক্ত করতে চাই। আমি আবারও বলছি, যদি আমার ক্ষমতা গ্রহণের আগেই এই বিষয়টি সমাধান না হয়, তবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।”

তিনি কী ধরনের পদক্ষেপ নেবেন, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানাননি।

 



আপনার মূল্যবান মতামত দিন: