সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই, ৯ জানুয়ারি শোক দিবস ঘোষণা বাইডেনের

মুনা বুলেটিন | ৩১ ডিসেম্বর ২০২৪ ০০:২৫

ফাইল ছবি ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ৩৯ তম প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। তাঁর প্রতিষ্ঠিত মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থা কার্টার সেন্টার বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। স্থানীয় সময় গতকাল রোববার তিনি মারা যান। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাদামচাষি থেকে প্রেসিডেন্ট হয়ে যাওয়া জিমি কার্টার যুক্তরাষ্ট্রর ইতিহাসে দেশটির যেকোনো প্রেসিডেন্টের চেয়ে দীর্ঘজীবী। চলতি বছরের অক্টোবরে তিনি তাঁর ১০০ তম জন্মদিন উদ্‌যাপন করেন। তিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাঁর মেয়াদে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও কূটনৈতিক সংকটে পরিপূর্ণ ছিল। হোয়াইট হাউস ছাড়ার সময় তাঁর জনপ্রিয়তা নিম্নগামী থাকলেও, মানবিক কার্যক্রমের মাধ্যমে তাঁর খ্যাতি পুনরুদ্ধার হয় এবং তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্মরণে প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৯ জানুয়ারি জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। ওইদিন আমেরিকানদের নিজ নিজ ধর্মীয় উপাসনালয়ে সমবেত হয়ে পরলোকগত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের আহ্বান জানিয়েছেন।

বাইডেন হোয়াইট হাউসের এক ঘোষণায় বলেছেন, ‘আমি সাবেক প্রেসিডেন্ট জেমস আর্ল কার্টার জুনিয়রের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ওই দিন আমেরিকানদের নিজ নিজ ধর্মীয় উপসনালয়ে সমবেত হওয়ার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘আমি বিশ্বের জনগণকে এই শোকাবহ দিনে আমাদের সাথে যোগ দিয়ে দেয়ার আমন্ত্রণ জানিয়েছি।’

 



আপনার মূল্যবান মতামত দিন: