ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বন্দ্বের কারণে শঙ্কায় টেক জায়ান্ট মেটা ও গুগলের মতো প্রতিষ্ঠান। অন্যদিকে আশার আলো দেখছে সিলিকন ভ্যালির প্রতিষ্ঠান টেসলা ও এনভিডিয়া। এদিকে নির্বাচনের প্রভাবে ২১ শতাংশ পর্যন্ত বেড়েছে ডিজিটাল মুদ্রায় বিনিয়োগ।
ট্রাম্প প্রশাসনের প্রভাব শুল্ক থেকে শুরু করে ভিসা পর্যন্ত সব কিছুতেই দেখা মিলছে। নির্বাচনে জয়ের আগেই যার ঘোষণা দিয়েছেন ট্রাম্প নিজেই। রাজনৈতিক পট পরিবর্তনে টেক জায়ান্টদের মাঝে কেউ পাচ্ছেন প্রশংসা, আর কেউ আছেন শঙ্কায়।
নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের হয়ে সরব ছিলেন টেসলা প্রধান ইলন মাস্ক। তার ফলও মিলেছে প্রতিষ্ঠানটির শেয়ারে। ফলাফলের পর বেড়েছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারও। কিন্তু বিপত্তি ঘটেছে মেটার জাকারবার্গ ও গুগলের সিইও সুন্দর পিচাইয়ের। জাকারবার্গের সাথে দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণে আগেই কারাগারে পাঠানোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। অন্যদিকে তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য ছড়ানোর দায়ে গুগলের সাথেও সম্পর্ক খারাপ হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের।
ট্রাম্পের হুমকি ছাড়াও এরই মাঝে আইনী প্যাচে জড়িয়েছে অ্যাপল, গুগল, মেটা ও অ্যামাজন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নেয়া কর বৃদ্ধিও ভোগাবে প্রযুক্তি শিল্পকে। বিদেশি পণ্যের উপর প্রস্তাবিত শুল্ক হার বাস্তবায়ন হলে কমবে টেক জায়ান্টদের কর্পোরেট আয়ের পরিমাণও।
ট্রাম্পের প্রভাবে রদবদল এসেছে ক্রিপ্টোর জগতেও। কয়েনবেস, মাইক্রোস্ট্র্যাটেজি ও রিওট প্লাটফর্মের ডিজিটাল বিনিয়োগে ১১ থেকে ২১ শতাংশ পর্যন্ত স্টক বেড়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: