প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে ওয়াশিংটন ডিসিতে। হোয়াইট হাউসের চারদিকে দেয়া হয়েছে অতিরিক্ত ব্যারিকেড। পাহারায় মোতায়েন করা হয়েছে সিক্রেট সার্ভিসের কর্মীদের।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদারে চলছে ব্যাপক প্রস্তুতি। এরইমধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসি। প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস নিরাপদ রাখতে দেয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বেষ্টনী।
ভাইস প্রেসিডেন্টের বাসভবন সুরক্ষিত রাখতে তিন মাইল পর্যন্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়াও, শহরজুড়ে মোতায়েন করা হয়েছে সিক্রেট সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের।
এদিকে, নির্বাচন ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে সাধারণ মানুষের মাঝে। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দেশের মানুষ হোয়াইট হাউসের সামনে ভিড় করেছেন।
এক ভোটার বলেন, ‘নির্বাচন নিয়ে আমি অনেক আগ্রহী। আমাদের দেশের পাশাপাশি বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ এই নির্বাচন।’
বিদেশি এক নাগরিক বলেন, ‘আমি হোয়াইট হাউসের আশপাশে আছি। নির্বাচনের আগে হোয়াইট হাউস দেখছি। চীনের সাংহাই থেকে এসেছি।’
উল্লেখ্য, গত নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। এরপর ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায়। এতে হতাহতের ঘটনাও ঘটে। তাই এ বছর সম্ভাব্য যেকোনো ধরনের সহিংসতা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: