ট্রাম্পের ‘মুক্তি’ দিবস ও কমলার ‘কৌতুক নাটক’শেষ সময়ের লড়াই তুঙ্গে

মুনা নিউজ ডেস্ক | ৩ নভেম্বর ২০২৪ ১৭:৫৬

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আর মাত্র দু’দিন বাকি। বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দুজনেই নিজেদের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যেই প্রায় ৭.৫ কোটি মানুষ তাদের ভোট দিয়েছেন, তবে এখনো অনেক ভোটার সিদ্ধান্তহীন অবস্থায় রয়েছেন। দুই প্রার্থীর দলই তাদের ভোট নিশ্চিত করতে শেষ মুহূর্তে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

২ নভেম্বর, শনিবার রাতে ট্রাম্প উত্তর ক্যারোলিনার এক সমাবেশে বলেন, "৫ নভেম্বর হবে আমেরিকার মুক্তি দিবস"। তিনি যুক্তরাষ্ট্রকে একটি "অধিকৃত দেশ" হিসেবে উল্লেখ করেন, এবং আশ্বাস দেন, তাঁর বিজয়ে দেশটিকে এই দখল থেকে মুক্ত করবেন।

এদিকে, কমলা হ্যারিস সেই দিনটি শেষ করেন জনপ্রিয় শো স্যাটারডে নাইট লাইভ (Saturday Night Live)-এ উপস্থিত থেকে।অনুষ্ঠানটিতে কমলা হ্যারিস সরাসরি কৌতুক নাটকে অংশগ্রহণ করেন ।তার সঙ্গে অভিনেত্রী ও কৌতুকশিল্পী মায়া রুডলফও ছিলেন, যারা হ্যারিসের চরিত্রে অভিনয় করেন।

এবারের নির্বাচনে উভয় প্রার্থীর প্রচার তীব্র ও উত্তেজনাপূর্ণ, এবং পুরো দেশসহ সারা পৃথিবী অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের ফলাফলের জন্য। এই নির্বাচন যুক্তরাষ্ট্রের জনগণের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এর ফলাফলের প্রভাব ফেলবে আগামীর রাজনৈতিক প্রেক্ষাপটে।

 

তথ্যসূত্র : বিবিসি



আপনার মূল্যবান মতামত দিন: