টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস নিউজের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা করেছেন দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৩১ অক্টোবর, বৃহস্পতিবার টেক্সাসের নর্দার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কোর্টে এ মামলাটি করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প।
চ্যানেলটির ‘৬০ মিনিট’ অনুষ্ঠানে প্রচারিত ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের সাক্ষাৎকার নিয়ে মামলাটি হয়েছে।
ফেডারেল আদালতে দায়ের করা মামলায় সাক্ষাৎকারটি বিভ্রান্তিকর বলে অভিযোগ করা হয়। এতে দাবি করা হয়েছে ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে একটি প্রশ্নের দু’টি ভিন্ন উত্তর প্রচার করেছে সিবিএস।
তবে চ্যানেলটি এই অভিযোগ অস্বীকার করেছে। এক বিবৃতিতে সিবিএস বলেছে, ৭ অক্টোবর প্রচারিত তাদের ‘ফেস দ্য নেশন’ অনু্ষ্ঠানের জন্য সাক্ষাৎকার দিয়েছিলেন কমলা হ্যারিস। সেখানে ইসরায়েল-হামাস যুদ্ধ সংক্রান্ত প্রশ্নের যে উত্তর কমলা হ্যারিস দিয়েছিলেন তার একটি সংক্ষিপ্ত অংশ ‘৬০ মিনিট’ অনুষ্ঠানে প্রচার করা হয়। ‘৬০ মিনিট’ অনুষ্ঠানে আরো অন্যান্য বিষয় তুলে ধরতে হয় বলে সাক্ষাৎকারটি সংক্ষিপ্ত করা হয় বলেও দাবি করেছে সিবিএস। তাই ট্রাম্প যে অভিযোগ করছেন সেটি সত্য নয় বলে জানিয়েছেন সিবিএস নিউজের একজন মুখপাত্র।
মামলায় ক্ষতিপূরণ হিসেবে ১০ বিলিয়ন ডলার দাবি করেছেন ট্রাম্প।
কমলা হ্যারিসের ওই সাক্ষাৎকার নিয়ে নিয়মিতভাবে সিবিএস চ্যানেলের সমালোচনা করে যাচ্ছেন ট্রাম্প। নির্বাচিত হলে সিবিএস এর লাইসেন্স বাতিল করারও হুমকি দিয়েছেন তিনি।
সিবিএস বলছে, ‘৬০ মিনিট’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে ট্রাম্প রাজি হয়েছিলেন। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে যান তিনি। প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তের জনমত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস।
সূত্র : সিএনএন।
আপনার মূল্যবান মতামত দিন: