সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার সৌদি আরবের এজেন্ট হয়ে কাজ করছেন কিনা তা তদন্তের দাবি জানিয়েছে ডেমোক্রেটিক আইন প্রণেতারা। এই বিষয়ে বিশেষ তদন্ত কমিটি গঠনের অনুরোধ করেছেন তারা।
আমেরিকান সিনেট ফিন্যান্স কমিটির ডেমোক্রেটিক চেয়ারম্যান রন ওয়াইডেন এবং ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন ২৪ অক্টোবর, বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের মেরিক গারল্যান্ডের কাছে ৮ পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে কুশনার একজন অনিবন্ধিত বিদেশী এজেন্ট হিসাবে কাজ করছেন কিনা তা তদন্ত করার জন্য একটি বিশেষ কাউন্সেল নিয়োগ করতে বলেছেন।
এই চিঠিতে ৪ অক্টোবর বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, কুশনার সরকারী পদ ছাড়ার পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরায়েল সম্পর্কিত আমেরিকা-সৌদি কূটনীতি নিয়ে একাধিকবার আলোচনা করেছেন।
অ্যাটর্নি জেনারেলকে লেখা চিঠিতে ওয়াইডেন এবং রাস্কিন লিখেছেন, রয়টার্সের এই প্রতিবেদন গভীরভাবে উদ্বেগজনক। কারণ কুশনার সৌদি সরকারের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করার পাশাপাশি তাদের অর্থ গ্রহণ করেছেন। এর মাধ্যমে তিনি আমেরিকান পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করছেন বলে মনে হচ্ছে।
চিঠিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কুশনারের সম্পর্ক এবং রাজনৈতিক হস্তক্ষেপের সম্ভাবনার কারণে বিষয়টি তদন্ত করতে বিশেষ কাউন্সেল নিয়োগ দেওয়া যেতে পারে।
এদিকে এক বিবৃতিতে কুশনার এই চিঠিটিকে রাজনৈতিক স্টান্ট বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘এতে কোনো স্বার্থের সংঘাত নেই। চার বছরের শাসনামলে ট্রাম্প আমেরিকার সর্বোত্তম স্বার্থের কথা বিবেচনা করে প্রতিটি সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি আবার নির্বাচিত হলেও তিনি তাই করবেন।'
বিচার বিভাগ এই চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে। তবে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।
সৌদি আরবের দূতাবাসও তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। কুশনারের তহবিলে সৌদি আরবের বিনিয়োগ নিয়ে নীতিশাস্ত্র বিশেষজ্ঞ, কংগ্রেসের ডেমোক্রেট এবং কিছু রিপাবলিকানরাও সমালোচনা করেছেন।
উল্লেখ্য, ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প। নির্বাচনের মাত্র দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে তার মেয়ের জামাইয়ের বিরুদ্ধে তদন্ত করার বিষয়ে এই চিঠিটি দল ডেমোক্রেটরা।
সূত্র: রয়টার্স
আপনার মূল্যবান মতামত দিন: