জোরপূর্বক হিজাববিহীন ছবি ওয়েবসাইটে প্রকাশ, টেনেসির শেরিফের বিরুদ্ধে মামলা

মুনা নিউজ ডেস্ক | ১১ অক্টোবর ২০২৪ ১৮:৫৪

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

জোরপূর্বক হিজাববিহীন তোলা ছবি ওয়েবসাইটে প্রকাশের অভিযোগে মামলা করেছেন এক আমেরিকান মুসলিম নারী। ১০ অক্টোবর, বৃহস্পতিবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একজন মুসলিম আমেরিকান নারী টেনেসির নক্স কাউন্টি শেরিফের অফিসের বিরুদ্ধে একটি ফেডারেল মামলা করেছেন।

তিনি অভিযোগ করেছেন, তার ধর্মীয় অধিকার লঙ্ঘন করে তার একটি ছবি তুলতে বাধ্য করা হয়েছিল। অফিসাররা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই ছবি তার ওয়েব সাইটে প্রকাশ করবেন না। কিন্তু তারপরও তারা ছবিটি ওয়েবসাইটে আপলোড করেছেন। এতে শত শত মানুষ তার হিজববিহীন ছবি দেখেছে।

উল্লেখ্য, নক্সভিল টেনেসির লায়লা সোলিজ সোমবার মামলাটি করেছিলেন। গত ১৫ মে ২০২৪ সালে নক্সভিলের টেনেসি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের সময় তাকে গ্রেফতার করা হয়েছিল।

 

সূত্র : মিডল ইস্ট আই

 



আপনার মূল্যবান মতামত দিন: