যুক্তরাষ্ট্রে তৈরি বোমা দিয়ে নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে : সিনেটর

মুনা নিউজ ডেস্ক | ৩০ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৩৫

সিনেটর মার্ক কেলি : সংগৃহীত ছবি সিনেটর মার্ক কেলি : সংগৃহীত ছবি


লেবাননের বৈরুতে হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যায় ইসরাইল যে বোমা ব্যবহার করে, সেটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড বোমা। ২৯ সেপ্টেম্বর, রোববার  এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সিনেটর আর্মড সার্ভিসেস এয়ারল্যান্ড সাব কমিটির চেয়ারম্যান মার্ক কেলি বলেন, ইসরাইল ২ হাজার পাউন্ডের (৯০০ কেজি) ‘মার্ক ৮৪’ সিরিজের বোমা ব্যবহার করেছে। এটি যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড বোমা।

গত ২৭ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণ উপশহরে ইসরাইলি বিমান হামলায় নিহত হন হাসান নাসরুল্লাহ। তিন দশকের বেশি সময় ধরে হিজবুল্লাহর নেতৃত্বে ছিলেন।

হাসান নাসরুল্লাহর ওপর হামলায় কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে এই প্রথম কোনো আমেরিকান কর্মকর্তা কথা বললেন।

তিনি বলেন, ‘আমরা গাইডেড অস্ত্রের ব্যবহার দেখেছি। আমরা এই অস্ত্রগুলো সরবরাহ করে থাকি।’

ইসরাইলি সামরিক বাহিনী শনিবার বলেছে, তারা বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড সদর দফতরে হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করেছে। তবে হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

প্রতিরক্ষা দফতর-পেন্টাগনের কাছ থেকেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: