নিবার্চনে হেরে গেলে আর প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন না ট্রাম্প

মুনা নিউজ ডেস্ক | ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৬

ডোনাল্ড ট্রাম্প : সংগৃহীত ছবি ডোনাল্ড ট্রাম্প : সংগৃহীত ছবি

আগামী ৫ নভেম্বরের নির্বাচনে হেরে গেলে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে আর লড়াই করবেন না রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। ২২ সেপ্টেম্বর, রবিবার ট্রাম্পের সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

‘ফুল মেজর’ প্রোগ্রামে ৭৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী না হলে চতুর্থবার আবার লড়াই করবেন কিনা? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটা করতে পারব না, আমি মনে করি এবারের নির্বাচনেই জয়ী হবো।’

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে শক্ত প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে লড়াই করতে হবে। এ নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে যে এগিয়ে থাকবে তিনিই আগামী নির্বাচনে জয়ী হবেন। তবে জাতীয় জরিপে দেখা যাচ্ছে, ট্রাম্পের থেকে কমলা হ্যারিস এগিয়ে রয়েছেন।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের জয়ী হওয়া নিয়ে একের পর এক মিথ্যা অভিযোগ তুলেন ট্রাম্প। এমনকি ওই নির্বাচনের ফলাফল উল্টে দিতে চেষ্টা করেন তিনি। যার ফলে তিনি ফেডারেল এবং রাজ্য ফৌজদারি মামলায় অভিযুক্ত হন। এবারের নির্বাচনে পরাজিত হলে একই পথে হাঁটতে পারেন সাবেক এই প্রেসিডেন্ট।

 

সূত্র: রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন: