১৮ সেপ্টেম্বর বুধবার ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস চত্বরের ভেতর থেকে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের ওয়াশিংটন দূতাবাসের কর্মকর্তাদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম ২০ সেপ্টেম্বর শুক্রবার এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, ভারতীয় দূতাবাসের ওই কর্মকর্তার মৃত্যুর সম্ভাব্য কারনটি হচ্ছে, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ মুহূর্তে ওয়াশিংটনের স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস ঘটনাটি তদন্ত করছে।
এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস বলেছে, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা এটা নিশ্চিত করছি যে ভারতীয় দূতাবাসের একজন সদস্য বুধবার সন্ধ্যায় মারা গেছেন। মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনা হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, অন্যান্য তথ্য পরিবারের প্রাইভেসির কথা চিন্তা করে প্রকাশ থেকে বিরত থেকেছে ভারতীয় দূতাবাস। আমরা মৃতের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানাই। তারা যেন এ শোক কাটিয়ে উঠতে পারে।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এখনও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। তারা মৃত্যুর কারণ জানার চেষ্টা করছেন। বিস্তারিত জানতে সংবাদকর্মীদের অপেক্ষার অনুরোধ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: