আবারও ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টা : বাইডেন ও কমলার কড়া প্রতিক্রিয়া

মুনা নিউজ ডেস্ক | ১৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৬

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আবারও ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে আমেরিকান গোয়েন্দা সংস্থা- এফবিআই। ১৫ সেপ্টেম্বর, রোববার স্থানীয় সময় বিকেলে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের নিজ গলফ ক্লাবে খেলছিলেন ট্রাম্প। খেলার মাঠে তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিক্রেট সার্ভিস বাহিনীর সদস্যরা। গলভ ক্লাব থেকে মাত্র ৪০০ মিটার দূরের ঝোপ থেকে, ট্রাম্পের দিকে তাক করা একটি বন্দুক দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে বন্দুকধারীকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোঁড়েন সিক্রেট সার্ভিস বাহিনী।

এতে বন্দুক রেখে পালিয়ে যায় সেই ব্যক্তি। ঘটনাস্থল থেকে একটি একে-ফরটি-সেভেন স্টাইল রাইফেল, দুটো ব্যাকপ্যাক ও একটি গো-প্রো ক্যামেরা উদ্ধার করা হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনার পর দ্রুত ট্রাম্পকে গলভ ক্লাব থেকে সরিয়ে নেয় তার নিরাপত্তাকর্মীরা। ট্রাম্পের ওপর বন্দুক হামলার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আবারও ট্রাম্পকে হত্যাচেষ্টা করা হয়েছে কিনা এ বিষয়ে তদন্ত করছে এফবিআই।

ট্রাম্পকে সম্ভাব্য হত্যাচেষ্টার ঘটনা নিয়ে সরব হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের গলফ মাঠের কাছে ঘটে যাওয়া এ ঘটনার পর বাইডেন বলেন, আমাদের দেশে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতার স্থান নেই।

এক বিবৃতিতে তিনি ট্রাম্পের নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করে বলেন, সাবেক প্রেসিডেন্ট অক্ষত আছেন জেনে তিনি স্বস্তি পেয়েছেন। পাশাপাশি, সিক্রেট সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে বাইডেন জানান, ট্রাম্পের সুরক্ষা নিশ্চিত করতে তিনি বিশেষ নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা এক বিবৃতিতে বলেন, ট্রাম্প নিরাপদে আছেন জেনে আমি খুশি। তার মতে, আমেরিকার মাটিতে সহিংসতার কোনো স্থান নেই। এ ছাড়া কমলার নির্বাচনী সঙ্গী টিম ওয়ালজ এক্স পোস্টে লেখেন, যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই, ট্রাম্প নিরাপদ আছেন শুনে স্বস্তি পেয়েছি।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস কঠোর বার্তা দিয়ে বলেন, তার অঙ্গরাজ্য আলাদাভাবে এ হত্যাচেষ্টার ঘটনা তদন্ত করবে। সন্দেহভাজন ব্যক্তি কীভাবে সাবেক প্রেসিডেন্টের এতটা কাছে পৌঁছাতে পারলেন, সে সম্পর্কে জনগণকে সত্যটা জানানো হবে।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: