মধ্যপ্রাচ্যে মোতায়েন আমেরিকান যুদ্ধজাহাজের কমান্ডার বরখাস্ত

মুনা নিউজ ডেস্ক | ২ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৪

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা একটি আমেরিকান যুদ্ধজাহাজের কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারের ওই কমান্ডারের নাম ক্যামেরন ইয়াস্ট। মধ্যপ্রাচ্যের জলসীমায় মোতায়েন থাকা একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ ছিল ওই গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার।

যুক্তরাষ্ট্রভিত্তিক সামরিক সংবাদমাধ্যম স্টারস অ্যান্ড স্ট্রাইপসের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, কমান্ডার ইয়াস্ট ইউএসএস জন এস ম্যাককেইনের দায়িত্বে ছিলেন। এই গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ওমান উপসাগরে মোতায়েন করা ছিল। ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নেতৃত্ব দেওয়া রিয়ার অ্যাডমিরাল ক্রিস্টোফার আলেকজান্ডার, কমান্ডার ইয়াস্টের ওপর ‘আত্মবিশ্বাসের অভাবের’ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন।

তবে কমান্ডার ইয়াস্টকে সরিয়ে দেওয়ার কারণে যুদ্ধজাহাজের মিশন বা সময়সূচির ওপর কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর হামলা মোকাবিলায় ওই অঞ্চলে মোতায়েন ছিল ইউএসএস জন এস ম্যাককেইন।

 



আপনার মূল্যবান মতামত দিন: