সিরিয়া থেকে আমেরিকান সেনা প্রত্যাহারে ট্রাম্পকে প্রভাবিত করেছেন এরদোয়ান

মুনা নিউজ ডেস্ক | ২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৫

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কথার জালে ফেলে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে আমেরিকান সেনা প্রত্যাহারে প্রভাবিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এমন দাবি করেছেন ট্রাম্প প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার। তার লেখা ‘এট ওয়ার উইথ আওয়ার সেল্ভস : মাই ট্যুর অব ডিউটি ইন দ্য ট্রাম্প হোয়াইট হাউস’ বইতে এমন দাবি করেন তিনি।

এসব তথ্য উঠে আসে দ্য মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে। বইতে ম্যাকমাস্টার দাবি করেন, সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদ নিশ্চিতভাবে জয়ী হতে যাচ্ছেন বলে ট্রাম্পকে বুঝাতে সক্ষম হন এরদোয়ান।

এ সময় সিরিয়ার উত্তরাঞ্চল থেকে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দমনে সেখান থেকে আমেরিকান সেনাদের সরিয়ে নিতে ট্রাম্পকে মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করেন তুর্কি প্রেসিডেন্ট। এর ফলে সেখানে তুর্কি সেনাদের প্রবেশের সুযোগ তৈরি হবে বলে আমেরিকান প্রেসিডেন্টকে জানান এরদোয়ান।

২০১৭ সালের ২৪ নভেম্বর এক ফোনকলে এরদোয়ান ট্রাম্পকে জানান, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স তথা এসডিএফকে আমেরিকান সমর্থন দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। কারণ এরই মধ্যে ইসলামিক স্টেটের সন্ত্রাসীরা সে অঞ্চলে পরাজিত হয়েছে। এ সময় পুতিনের মতো এরদোয়ানও ট্রাম্পের কাছে আসাদকে সিরিয়া গৃহযুদ্ধের নিশ্চিত জয়ী পক্ষ হিসেবে উপস্থান করেন।

সাবেক এ আমেরিকান নিরাপত্তা উপদেষ্টা জানান, ট্রাম্প নিজেও জানতেন তাকে ভুল বুঝানো হচ্ছে। তবে ট্রাম্পের মধ্যপ্রাচ্যে আমেরিকান সামরিক উপস্থিতি নিয়ে অনাগ্রহের ব্যাপারটি নিয়ে ভালোভাবে খেলতে পেরেছেন পুতিন ও এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝাতে সক্ষম হন, এসডিএফকে অস্ত্র সহায়তা করা মানে আমেরিকান অর্থের অপচয়।

বইতে সাবেক এ নিরাপত্তা উপদেষ্টা দাবি করেন, পুতিন এবং এরদোয়ান উভয় নেতাই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তাকে প্রতিবন্ধকতা মনে করতেন। এমনকি ফোনকলে এরদোয়ান ম্যাকমাস্টারের বিরুদ্ধে অভিযোগ আনেন, তিনি ট্রাম্পের সঙ্গে এরদোয়ানের ফোনকল স্থাপনে দেরি করেছেন।

আমেরিকান নিরাপত্তা উপদেষ্টা আরও লেখেন, ট্রাম্প সেসময় এরদোয়ানকে একটি ব্যক্তিগত ফোন নম্বর দেওয়ার কথা জানান- যাতে তুর্কি প্রেসিডেন্ট যে কোনো সময় আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে কোনো বাধা ছাড়াই যোগাযোগ করতে সক্ষম হন।

 



আপনার মূল্যবান মতামত দিন: