রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে কয়েক সপ্তাহ আগেই ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির এফ-১৬ যুদ্ধবিমান দিয়েছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে একটি বিমান গত সোমবার বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। তবে বিমানটি রাশিয়ার হামলায় বিধ্বস্ত হয়নি বলে জানিয়েছেন আমেরিকান কর্মকর্তারা। এর বদলে পাইলটের ভুলে বিমানটি মাটিতে আছড়ে পড়ে।
ইউক্রেনের বিমানবাহিনী তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালাতে সেনাদের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সময় ইউক্রেনের সাহায্যে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশ।
তবে যুদ্ধের শুরুতে ট্যাংকসহ অন্য মারণাস্ত্র দিলেও ইউক্রেনকে যুদ্ধবিমান দিতে রাজি হয়নি কোনো দেশ। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত বছর থেকে বিমানের জন্য দৌড়ঝাপ শুরু করেন। তার দাবি, যদি যুদ্ধবিমান থাকে তাহলে রুশ বাহিনীকে আটকাতে পারবেন তারা।
যুদ্ধবিমান পাওয়ার পর অবশ্য বড় একটি সাফল্য পেয়েছে ইউক্রেন। দেশটির সেনারা রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশ করতে সমর্থ হয় এবং বড় একটি অংশ নিজেদের দখলে নেয়।
এফ-১৬ অত্যাধুনিক যুদ্ধবিমান হওয়ায় এটি চালাতে জানতেন না ইউক্রেনের বিমানবাহিনীর পাইলটরা। এ কারণে প্রথমে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর বিমানগুলো পাঠানো হয়।
যদিও রাশিয়া বলেছে যুক্তরাষ্ট্রের পাঠানো এফ-১৬ যুদ্ধবিমান যুদ্ধের গতিপথ পাল্টাতে পারবে না। এছাড়া যেখানেই এফ-১৬ বিমান দেখা যাবে সেখানেই এগুলো ভূপাতিত করা হবে বলে হুমকি দিয়েছে রুশ বাহিনী।
সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল
আপনার মূল্যবান মতামত দিন: