যুক্তরাষ্ট্রই হবে বিশ্বের ক্রিপ্টো মুদ্রার রাজধানী : ডোনাল্ড ট্রাম্প

মুনা নিউজ ডেস্ক | ৩০ আগস্ট ২০২৪ ১৩:২৭

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টোকারেন্সির রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। ২৯ আগস্ট, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্টে এক ভিডিও বার্তার মাধ্যমে এ প্রতিশ্রুতি দেয়া হয়।

আরটি এক প্রতিবেদনে জানায়, ডোনাল্ড ট্রাম্প বলেছেন আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে জয়ী হলে তিনি দেশটিকে বিশ্বের ক্রিপ্টোকারেন্সির রাজধানী হিসেবে প্রতিষ্ঠত করবেন। এরই মধ্যে এ নিয়ে একটি পরিকল্পনাও তৈরি করেছেন তিনি।

ট্রাম্প তার ভিডিও বার্তায় আরও বলেন, ‘তারা আমাদের অর্থনীতিকে ধ্বংস করতে চায় এবং আমাদেরকে ব্যবসা থেকে সরিয়ে রাখতে চায়। তবে আমরা এটা হতে দেব না।”

এ সময় ট্রাম্প ‘তারা’ বলতে স্পষ্টভাবে কাদের কথা উল্লেখ করেছেন, তা উল্লেখ করেননি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পই ছিলেন প্রথম, যিনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অনুদান নিয়েছেন। ভবিষ্যতের জন্য যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো অর্থ জরুরি বলে মনে করেন তিনি।

গত মাসে ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে কখনই তার বিটকয়েন হোল্ডিং বিক্রি করবেন না। এজন্য তিনি বিটকয়েনের জন্য একটি রিজার্ভের ব্যবস্থাও করবেন।



আপনার মূল্যবান মতামত দিন: