যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান আগামী সপ্তাহে চীন সফর করবেন। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সঙ্গে বৈঠক করবেন। তিন সূত্রকে উদ্ধৃত করে ২৩ আগস্ট, শুক্রবার এক্সিওস সফরের কথা প্রকাশ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে অনুষ্ঠিত ক্যালিফোর্নিয়া শীর্ষ সম্মেলনের ধারাবাহিকতায় চলতি বছর প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করতে পারেন। সম্ভাব্য সেই আলোচনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সুলিভান ২৭-২৯ আগস্ট চীন সফর করবেন।
প্রতিবেদনে আরও বলা হয়, আমেরিকান প্রেসিডেনশিয়াল নির্বাচনের গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেননা, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প উভয়েরই চীনের বিরুদ্ধে, বিশেষত শুল্কের বিষয়ে কঠোর অবস্থান রয়েছে।
হোয়াইট হাউজ ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়ে কোনও মন্তব্য করেনি।
আপনার মূল্যবান মতামত দিন: