ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ১২ আগস্ট, সোমবার বিকেলে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪। এতে বাড়ি ঘর কেঁপে ওঠে এবং বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। খবর বিবিসি
আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিসি জানিয়েছে, ভূগর্ভের ১২ দশমিক ১ কিলোমিটার গভীরে ছিলো কম্পনটির অবস্থা। লস অ্যাঞ্জেলেস সিটি হলের প্রায় ৬.৫ মাইল উত্তর-পূর্বে হাইল্যান্ড পার্কে ছিলো এর কেন্দ্রস্থল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের আঘাতে উপকূলীয় এলাকা পাসাদেনা এবং গ্লেনডালে কেঁপে ওঠে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
লস অ্যাঞ্জলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ১০৬ স্টেশনের মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে জরিপ করা হয়েছে। কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।
প্রথমে ধারনা করা হয়েছিল ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭। তবে পরবর্তীতে ভূতাত্ত্বিক জরিপ জানায় এর মাত্রা ছিল ৪.৪।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে লস অ্যাঞ্জেলেসে অনুভূত হলো এই ভূমিকম্প।
আপনার মূল্যবান মতামত দিন: