শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে শঙ্কিত বাইডেন

মুনা নিউজ ডেস্ক | ৮ আগস্ট ২০২৪ ১৯:২০

ফাইল ছবি ফাইল ছবি

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যদি পরাজিত হয় তবে আমেরিকায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হবে কি না তা নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি জানান।

বাইডেন বলেন, ‘যদি ট্রাম্প পরাজিত হয় তাহলে আমি মোটেও আত্মবিশ্বাসী নয়। তিনি যা বলে তাঁর অর্থ কী? আমরা তাঁর কথাকে গুরুতরভাবে নিই না। কিন্তু তিনি বোঝাতে চেয়েছে যদি আমরা হারি তাহলে রক্তগঙ্গা বইবে।’

এদিকে নিজের নির্বাচনী প্রচার শুরু করেছেন ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। তিনি তাঁর রানিংমেট টিম ওয়ালজকে নিয়ে শুরু করেছেন প্রচার।

প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে রাজনৈতিক দলের জন্য বড় চমক ৫৯ বছর বয়সী কমলা হ্যারিস। আসন্ন নভেম্বরে রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারলে তিনিই হবেন আমেরিকার প্রথম নারী প্রেসিডেন্ট।



আপনার মূল্যবান মতামত দিন: