ঘূর্ণিঝড় ‘ডেবি’র কবলে ফ্লোরিডা, সর্বোচ্চ বৃষ্টিপাত

মুনা নিউজ ডেস্ক | ৫ আগস্ট ২০২৪ ১০:৪১

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ভয়াবহ ঘূর্ণিঝড় ‘ডেবি’র কবলে ফ্লোরিডার ট্যাম্পা, জর্জিয়া, দক্ষিন ক্যারোলিনাসহ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল। সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। ৪ আগস্ট, রোববার আবহাওয়া বিভাগের তথ্যমতে, আক্রান্ত এলাকাগুলোতে ঝড়ো বাতাসের গতি বাড়ছে ঘণ্টায় গড়ে ৩৫ কিলোমিটার বেগে। ফলে ঘূর্ণিঝড়টি রূপ নিয়েছে হ্যারিকেনে। প্রদেশটির বিগবেন্ড এলাকাতে ঘূর্ণিঝড়ের বেগ একদিনে ৩০ কিলোমিটার থেকে বেড়ে হয়েছে ৬৫ কিলোমিটার।

মেক্সিকো উপসাগরের উষ্ণ পানির জন্য ক্রমশ নিম্নচাপ সৃষ্টি হচ্ছে উপকূলীয় অঞ্চলগুলোতে। বর্তমানে ট্যাম্পা উপকূলের ১২০ কিলোমিটার অবস্থান করছে ঘূর্ণিঝড়। ঝড়ের কবলে রাজ্যটির ট্যালাহাসি, জ্যাকসনভিল, অরল্যান্ডোসহ বহু এলাকার প্রায় এক কোটি ত্রিশ লাখ মানুষ। বিদ্যুতহীন অবস্থায় বসবাস করছে অন্তত ত্রিশ হাজার মানুষ।

ধারণা করা হচ্ছে, ঝড়ো বাতাসের বেগ বাড়তে পারে প্রায় ৮৫ কিলোমিটার পর্যন্ত। সমুদ্র থেকে ধেয়ে আসা পানির উচ্চতা বাড়ার সম্ভাবনা রয়েছে অন্তত ১০ ফিটেরও বেশি।



আপনার মূল্যবান মতামত দিন: