ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে নিয়ে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি কমলার জাত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বুধবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টের বার্ষিক সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প জানতে চেয়েছেন, কমলা হ্যারিস ভারতীয় না কি কৃষ্ণাঙ্গ?
ডোনাল্ড ট্রাম্প বলেন, ভাইস প্রেসিডেন্ট কমলাকে আমি অনেক দিন ধরে চিনি। তিনি সব সময় ভারতীয় ছিলেন। শুধু ভারতীয় ঐতিহ্য প্রাধান্য দিয়েছিলেন। কয়েক বছর আগে তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দেওয়ার আগে আমি জানতাম না, কমলা একজন কৃষ্ণাঙ্গ। এখন তিনি কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচিত হতে চান।
তিনি আরও বলেন, আমি আসলে জানি না, কমলা ভারতীয়, না কি কৃষ্ণাঙ্গ। তবে আমি দুই পরিচয়কেই শ্রদ্ধা করি। কিন্তু নিশ্চিতভাবে কমলা সেটি করেন না। কারণ, তিনি শুরু থেকেই ভারতীয় ছিলেন। কিন্তু হঠাৎ কৃষ্ণাঙ্গ মানুষে পরিণত হলেন।
তথ্য বলছে, কমলা হ্যারিস (৫৯) নিজেকে কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশিয়ান হিসেবে পরিজয় দিয়ে আসছেন। তিনি ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার মা ভারতীয় এবং বাবা জ্যামাইকান বংশোদ্ভূত। ইতিহাসে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ এবং এশীয়-আমেরিকান ভাইস প্রেসিডেন্ট।
কমলাকে আক্রমণ করে ট্রাম্পের কথা বলা নতুন কিছু নয়। এর আগেও তিনি বিভিন্ন ইস্যুতে কমলাকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ কথা বলেন। দক্ষিণ ফ্লোরিডায় একটি ধর্মীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইহুদিদের পছন্দ করেন না। তিনি একজন ইহুদিবিরোধী। তিনি ইসরায়েলও পছন্দ করেন না। এটি এমনই এবং সর্বদা এমনই হতে চলেছে। কমলা কিছুই পরিবর্তন করতে যাচ্ছেন না।
আপনার মূল্যবান মতামত দিন: