ফিলাডেলফিয়ায় মসজিদের সামনে গুলি করে মুসল্লি হত্যা

মুনা নিউজ ডেস্ক | ৩১ জুলাই ২০২৪ ০৫:০৮

সংগৃহীত ছবিগুলি সংগৃহীত ছবিগুলি

উত্তর ফিলাডেলফিয়ায় একটি মসজিদের সামনে গুলি করে ৪৩ বছর বয়সী এক মুসল্লিকে হত্যা করেছে এক বন্দুকধারী দুর্বৃত্ত। ফিলাডেলফিয়ার পুলিশ প্রধান ইন্সপেক্টর স্কট স্মল গণমাধ্যমকে বলেন, ৩০ জুলাই মঙ্গলবার দুপুরে ওই হত্যাকাণ্ড ঘটেছে। খবর আরব নিউজের।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে- আল-আকসা ইসলামি সোসাইটি নামে মসজিদের দিকে দু'জন মুসল্লি হেঁটে আসছিলেন।

এ সময় পিছন থেকে এক দুর্বৃত্ত একজনকে গুলি করতে থাকে। গুলিবিদ্ধ ব্যক্তিটি পাটিতে লুটিয়ে পড়ার পরও বন্দুকধারী গুলি করে যাচ্ছিলো।

মৃত্যু নিশ্চিত করে ওই বন্দুকধারী একটি গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তবে, নিহত মুসল্লির সঙ্গে যিনি ছিলেন তার গায়ে কোন গুলি লাগেনি।

পুলিশ নিহত ব্যক্তির নাম প্রকাশ করেনি। ঘাতককে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

হত্যাকাণ্ডের ধরণ দেখে পুলিশের ধারনা- এটা পূর্ব পরিকল্পিত হামলা। কারণ হামলাকারী আগে থেকেই ওঁৎ পেতে ছিলেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: