লস অ্যাঞ্জেলেসে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত

মুনা নিউজ ডেস্ক | ৩০ জুলাই ২০২৪ ১৩:৫০

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

লস অ্যাঞ্জেলেস অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। ২৯ জুলাই, সোমবার বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে লস অ্যাঞ্জেলেস। খবর সিএনএনের।

আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর কেন্দ্র ছিল ক্যালিফোর্নিয়ার বারস্টোর কাছে। এটি লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১০৩ মাইল উত্তর-পূর্বে অবস্থিত। এ ছাড়া ভূমিকম্পটি প্রায় পাঁচ মাইল গভীরে ছিল।

শুরুর দিকে এই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ১ বলা হয়। তবে পরে সেটি কমিয়ে ৪ দশমিক ৯ করা হয়। এ ছাড়া ভূমিকম্পের পরপর ৩ দশমিক ৫ এবং ২ দশমিক ৭ মাত্রার দুটি আফটার শক হয়েছে বলে জানিয়েছে ইউএসজিএস।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকার মানুষ ভূমিকম্প যে হয়েছে তা টের পেয়েছেন। নেভাদার লাস ভেগাস পর্যন্ত এই ভূকম্পন অনুভূত হয়েছে।

তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণ করতে কাজ চলছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: