যেসব ইহুদি কমলা হ্যারিসকে ভোট দেবেন তাদের মাথা পরীক্ষা করা উচিত : ট্রাম্প

মুনা নিউজ ডেস্ক | ৩০ জুলাই ২০২৪ ১২:১৮

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প : সংগৃহীত ছবি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প : সংগৃহীত ছবি

যেসব ইহুদি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেবেন, তাদের অবিলম্বে নিজেদের মাথা পরীক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।

আমেরিকান কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তৃতা বয়কট করেছিলেন হ্যারিস। এই প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ভাইস প্রেসিডেন্ট হিসাবে তার দায়িত্ব ছিল সে সময় উপস্থিত থাকা।

গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির কথা উল্লেখ করে ট্রাম্প আরও বলেছেন, ‘তার (হ্যারিস) অযোগ্যতা এই যুদ্ধকে দীর্ঘায়িত করবে এবং জিম্মি মুক্তিকে বিলম্বিত করবে।'

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী সম্পর্কে বলেছেন, 'তিনি সেই প্রশাসনের অংশ যা আফগানিস্তানে তাদের চরম অক্ষমতার জন্য আমাদেরকে বিব্রত করেছে।'

যেসব ধার্মিক ভোটার হ্যারিসকে ভোট দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প তাদের সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যেসব ইহুদি কমলা বা ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দেবেন বলে ভাবছেন, তাদের অবিলম্বে নিজেদের মাথা পরীক্ষা করা উচিত। একইভাবে এই প্রশাসনের দ্বারা নির্যাতিত ক্যাথলিকদের উগ্র বাম কমলাকে ভোট দেওয়া উচিত নয়।'

ফ্লোরিডায় নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর এই পোস্টটি দিয়েছেন ট্রাম্প।

এর আগে গত এপ্রিল মাসেও ইহুদিদের উদ্দেশ্যে একই ধরনের মন্তব্য করেছেন তিনি। সাবেক এই প্রেসিডেন্ট বলেছিলেন, 'বাইডেনকে যেসব ইহুদি ভোট দেবেন তাদের নিজেদের মাথা পরীক্ষা করে দেখা উচিত। এছাড়া যেসব ইহুদি ডেমোক্র্যাটদের ভোট দেবেন তারা ইসরায়েলকে ঘৃণা করেন।'

এদিকে সম্প্রতি ফ্লোরিডায় একটি ধর্মীয় সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘হ্যারিস ইহুদিদের পছন্দ করেন না এবং তিনি ইসরায়েলকেও পছন্দ করেন না।'

গত সপ্তাহে নর্থ ক্যারোলিনায় এক সমাবেশে তিনি দাবি করেছেন, হ্যারিস সম্পূর্ণভাবে ইহুদিদের বিরুদ্ধে।

 

সূত্র: দ্য নিউ আরব



আপনার মূল্যবান মতামত দিন: