করোনায় আক্রান্ত জো বাইডেন

মুনা নিউজ ডেস্ক | ১৮ জুলাই ২০২৪ ১৮:১০

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

করোনায় আক্রান্ত হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি করোনার মৃদু উপসর্গে আক্রান্ত হয়েছেন। ১৭ জুলাই, বুধবার নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে যাওয়ার পর তার শরীকে করোনা ধরা পড়ে। খবর বিবিসির। 

করোনা শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহৃত বিমান এয়ার ফোর্স ওয়ানে করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দেন বাইডেন। সেখানে তিনি নিজ বাড়িতে পর্যবেক্ষণে থাকবেন।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ার পর বাইডেনকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে। তিনি বলেন, বাসায় বসেই বাইডেন সব ধরনের দায়িত্ব পালন করবেন।

এমন সময় বাইডেন করোনা আক্রান্ত হলেন, যখন আগামী নির্বাচন থেকে অসুস্থতাজনিত কারণে সরে দাঁড়াতে তার ওপর চাপ বাড়ছে। এমনকি তার দলের ভেতর থেকেও বলা হচ্ছে, বার্ধক্যজনিত রোগে ভোগা বাইডেন ট্রাম্পের সঙ্গে লড়াই করতে পারছেন না। তার উচিত সরে দাঁড়িয়ে অন্য ডেমোক্রেটিককে সুযোগ করে দেওয়া।

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে বলেন, প্রেসিডেন্ট এখনও ভালো আছেন। তার চিকিৎসা চলছে। এ সময় তিনি সম্পূর্ণ আইসোলেশনে থাকবেন। নিজ ঘর থেকেই রাষ্ট্রীয় কাজ সারবেন। নিয়মিত তার শারীরিক অবস্থার খোঁজ জানানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন: