নিউ ইয়র্কে তীব্র গরমে আটকে গেল ঘূর্ণায়মান সেতু

মুনা নিউজ ডেস্ক | ৯ জুলাই ২০২৪ ২১:৩৭

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

অতিরিক্ত গরমের কারণে নিউ ইয়র্ক সিটির একটি ঘূর্ণায়মান সেতুতে বিভ্রাট দেখা দেয়। ম্যানহাটানকে ব্রঙ্কসের সঙ্গে যুক্ত করা সেতুটির ধাতব যন্ত্রপাতি ৮ জুলাই সোমবার বিকেলে অতিরিক্ত উত্তপ্ত হয়ে বিকল হয়ে হয়ে পড়ে।

১৮৯৮ সালে হারলেম নদীর ওপর নির্মিত সেতুটির একটি অংশ ঘুরিয়ে এর নিচ দিয়ে নৌযান চলাচলের সুযোগ করে দেওয়া হয়। বিভ্রাটের কারণে সেতুটির দুই পাশ মেলানো যাচ্ছিল না।

নিউ ইয়র্কের তাপমাত্রা সোমবার ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। ফলে সেতুর ধাতব যন্ত্রপাতি অতিরিক্ত গরম হয়ে ফুলে যায়। ১২৬ বছরের পুরোনো সেতুর লোহাগুলো প্রচণ্ড গরমের কারণে দুপুর ৩টার দিকে ফুলে উঠে। পরে সেতুর অংশটি ঘুরানোর সময় খোলা অবস্থায় আটকে যায়। পরে সেতুর লোহাগুলোতে ঘণ্টার পর ঘণ্টা পানি ছেটানো হয়। নিউ ইয়র্কের দমকল বাহিনীকে নৌকায় করে সেতুতে পানি ছেটাতে দেখা গেছে।

এ বিভ্রাটের কারণে সেতু দিয়ে দুই দিক থেকে যান চলাচল বন্ধ ছিল। পরে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুটি খুলে দেওয়া হয়।

 

সূত্র : এনডিটিভি



আপনার মূল্যবান মতামত দিন: