যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আজ

মুনা নিউজ ডেস্ক | ৪ জুলাই ২০২৪ ১৯:৫৩

গ্রাফিক্স গ্রাফিক্স

যুক্তরাষ্ট্রের মহান স্বাধীনতা দিবস আজ। ১৭৭৬ সালের এই দিনে ব্রিটিশ শাসন থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করেন মার্কিন নেতারা। ১৩টি রাজ্য নিয়ে দেশটির স্বাধীনতা ঘোষণা করা হয়। সেই হিসেবে আজ দেশটির ২৪৮তম স্বাধীনত দিবস।

যুক্তরাষ্ট্রের প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত হয় ১৭৭৭ সালের ৮ জুলাই। যুক্তরাষ্ট্রের বোস্টন ও ফিলাডোলফিয়ার এ স্বাধীনতা উদযাপন করা হয়।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস ১৭৭৬ সালের ২ জুলাই ইংল্যান্ডের শাসন থেকে আলাদা হওয়ার জন্য ভোট দেয়। এর দুদিন পর কংগ্রেস স্বাধীনতার ঘোষণাপত্রের চূড়ান্ত অনুমোদন দেয়। ২ আগস্ট আলাদা হওয়ার চূড়ান্ত স্বাক্ষর হলেও ৪ জুলাই নিজেদের স্বাধীনতা দিবস উদযাপন করে যুক্তরাষ্ট্র।

২৫ হাজার মার্কিন ও ২৭ হাজার ব্রিটিশ এবং জার্মান সেনাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পায় যুক্তরাষ্ট্র। এ দিনটি উপলক্ষে স্ট্যাটু অব লিবার্টিকে বর্ণিল আকারে সাজানো হয়। এটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছর কুচকাওয়াজ এবং কনসার্টের আয়োজন করা হয়। এ ছাড়া এ দিবসের অন্যতম আকর্ষণ হলো চোখ ধাঁধানো আতশবাজি।



আপনার মূল্যবান মতামত দিন: