ইউরোপে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে জারি করা হয়েছে কঠোর সতর্কতা

মুনা নিউজ ডেস্ক | ৪ জুলাই ২০২৪ ০৮:৩৯

ফাইল ছবি ফাইল ছবি

ইউরোপের যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিগুলোতে কঠোর সতর্কাবস্থা জারি করা হয়েছে। পেন্টাগন সূত্রের বরাতে এ খবর পাওয়া গেছে। তবে কী জন্য হঠাৎ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে তা স্পষ্ট করেনি সরকার ও সামরিক বাহিনী।

পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেন, ‘আমি গোয়েন্দা বিষয় নিয়ে কথা বলব না। তবে এটি ইউরোপীয় থিয়েটারে অবস্থানরত সদস্যদের সুরক্ষা এবং নিরাপত্তাকে সম্ভাব্যভাবে প্রভাবিত করতে পারে। এ জন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, ইউএস ইউরোপীয় কমান্ড আমাদের পরিষেবা সদস্যদের, তাদের পরিবার এবং আমাদের অবকাঠামোর জন্য সতর্কতা বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে। সেখানে অবস্থানরত কমান্ডারদের বিবেচনার ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ইউরো কাপ এবং অলিম্পিক গেমসের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ইউরোপে সংঘটিত বড় ইভেন্ট এগুলো। যা অবশ্যই একটি কারণ। তবে এটি অনেক কারণের মধ্যে একটি।

এর আগে জুনের শেষের দিকে খবর আসে, এশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থানে মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির এমন কর্মকাণ্ডের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র তৈরির কথা জানিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন বক্তব্যের মধ্য দিয়ে বিশ্বে ক্ষেপণাস্ত্র হুমকি সীমিতকরণের যে আনুষ্ঠানিক চুক্তি ছিল তা কার্যকর থাকার শেষ সম্ভাবনাও শেষ হতে যাচ্ছে। ফলে আশঙ্কা দেখা দিয়েছে, চীনসহ এ দুই দেশ আবারও অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠতে পারে।

রাশিয়ার এ ধরনের পদক্ষেপ এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে ক্রমবর্ধমান হুমকি যুক্তরাষ্ট্রের সতর্কতা অবলম্বনের কারণ হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।



আপনার মূল্যবান মতামত দিন: