যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ১৬

মুনা নিউজ ডেস্ক | ৩০ মে ২০২৩ ০৮:৩৯

পৃথক বন্দুক হামলায় নিহত ১৬ : সংগৃহীত ছবি পৃথক বন্দুক হামলায় নিহত ১৬ : সংগৃহীত ছবি

 

যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল ডে’র ছুটির সময়ে বিভিন্ন এলাকায় গোলাগুলিতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন। ৩০ মে, মঙ্গলবার এনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আটটি রাজ্যের সমুদ্র সৈকত, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোটর শো-তে এসব বন্দুক সহিংসতা ঘটেছে। নিহতদের মধ্যে কিশোর-কিশোরীসহ ৬০ বছর বয়সী বৃদ্ধও ছিলেন।

এনবিসি বলছে, বন্দুক সহিংসতার মধ্য দিয়ে সাপ্তাহিক ছুটি যেভাবে শুরু হয়েছিল, ঠিক সেভাবেই শেষ হয়েছে। ২৯ মে, সোমবার সন্ধ্যায় ফ্লোরিডার হলিউড বিচ এলাকায় বন্দুকযুদ্ধে নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলেছে, দুটি গ্রুপের মধ্যে সহিংসতা দেখা যায়। সহিংসতায় আহত হয়ে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে শিশুও ছিল। পরে রাতে এক সংবাদ সম্মেলনে হলিউড পুলিশের মুখপাত্র ডিয়ানা বেটিনেশি বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। একজন সন্দেহভাজন ব্যক্তির খোঁজ করা হয়েছে।

২৬মে, শুক্রবার বিকেলে ছুটির শুরুতে বন্দুক সহিংসতার প্রথম ঘটনাটি ঘটে। শিকাগো টেলিমুন্ডো এলাকায় নর্থ অ্যাভিনিউ বিচে দুটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শিকাগোর ঘটনায় কেউ নিহত হননি। তবে এর আগে শিকাগোতে সপ্তাহব্যাপী বন্দুকযুদ্ধে নিহত হয় আটজন। আহত হয় অন্তত ৩২ জন।

ওই দিন বিকেলে বাল্টিমোরে দুই ব্যক্তির মধ্যে তর্কযুদ্ধ বন্দুকযুদ্ধে রূপ নেয়। এতে অন্তত ৫ জন গুলিবিদ্ধ হন। নিহত পাঁচজনের পরিচয় প্রকাশ্যে পাওয়া যায়নি।

অ্যারিজোনার মেসায় শুক্রবার বিকেল থেকে শনিবারের প্রথম দিকে একাধিক গুলির ঘটনায় পুলিশ আইরেন বায়ার্স (২০) নামের একজনকে হেফাজতে নিয়েছে। পুলিশ জানিয়েছে, বায়ার্সের বিরুদ্ধে চারজনকে হত্যা এবং একজনকে আহত করার অভিযোগ রয়েছে।

২৭মে, শনিবার সিয়াটেলের রক্সবেরি লেনস ক্যাসিনোতে গুলি চালানো হয়। পুলিশ এখনও সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করতে পারেনি।

যুক্তরাষ্ট্রের হয়ে বিভিন্ন যুদ্ধে প্রাণ দেয়া সাহসী সৈনিকদের স্মরণে প্রতিবছর মে মাসের শেষ সোমবার বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় মেমোরিয়াল ডে। এর ধারাবাহিকতায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২৯ মে ১৫৫তম মেমোরিয়াল ডে পালন করে দেশের সর্বস্তরের মানুষ।

 

সূত্র : এনবিসি



আপনার মূল্যবান মতামত দিন: