জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। গত সপ্তাহে সম্প্রচারমাধ্যম সিএনএন আয়োজিত প্রেসিডেনশিয়াল বিতর্কে হতাশাজনক পারফরম্যান্সের পরও, এমন আহ্বান জানালেন তারা।
৩০ জুন, রবিবার মেরিল্যান্ডের ডেভিড ক্যাম্পে ফার্স্ট লেডি জিল বাইডেন, ছেলে ও নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটিয়েছেন বাইডেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছে, আরও চার বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে সক্ষম বাইডেন। রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করার জন্যও তিনিই সেরা। অবশ্য ৮১ বছর বয়সী বাইডেন যে ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেনশিয়াল বিতর্ক ভালো করেননি, সে সম্পর্কে সচেতন তার পরিবার। ছেলে জিল বাইডেন ও নাতি হান্টার তার সবচেয়েও বড় সমর্থক। তাদের কথাই সবচেয়ে বেশি শোনেন বাইডেন।
প্রেসিডেনশিয়াল বিতর্কে হতাশাজনক পারফরম্যান্সের পর থেকেই জো বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান উঠেছে। বিতর্কের পরের দিন, নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ডও বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল।
আটলান্টা জার্নাল কন্সটিটিউশন বলেছে, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বাইডেনের এখন অবসর প্রয়োজন। জাতির মঙ্গলের জন্যই প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া উচিত।
বিতর্কের পর দুই দিনের মধ্যে পরিচালিত সিবিএস নিউজ জরিপ অনুসারে, যুক্তরাষ্ট্রের নিবন্ধিত ভোটারদের প্রায় তিন-চতুর্থাংশই এখন বিশ্বাস করে যে বাইডেনের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়। এর মধ্যে ৪৬ শতাংশ ডেমোক্র্যাটও রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: