ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক কারণে গাজা যুদ্ধের অবসান ঘটাতে চাইছেন না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ৪ জুন, মঙ্গলবার টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাতকারে এই মন্তব্য করেছেন বাইডেন।
প্রেসিডেন্ট বলেছেন, 'ইসরায়েলি প্রধানমন্ত্রী নিজেকে রাজনৈতিকভাবে বাঁচানোর জন্য গাজা যুদ্ধকে টেনে নিয়ে যাচ্ছেন। মানুষের কাছে এই উপসংহার টানার যথেষ্ট কারণ রয়েছে।'
গাজায় ইসরায়েলি বাহিনী যুদ্ধাপরাধ করেছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানিয়েছেন বাইডেন।
প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, গাজার সংঘাত-পরবর্তী ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তার প্রধান মতবিরোধ ছিল। তিনি বলেছেন, ‘নেতানিয়াহুর সঙ্গে আমার প্রধান মতবিরোধ হলো, গাজা যুদ্ধ শেষ হওয়ার পরে কী হবে? ইসরায়েলি বাহিনী কি ফিরে যাবে? যদি তারা না যায় তাহলে কোনো কিছুই কাজ করবে না।'
বাইডেন বলেছেন, ‘১১ সেপ্টেম্বর ২০০১ এর হামলার পর যুক্তরাষ্ট্র যে ভুলটি করেছিল সেই ভুলের পুনরাবৃত্তি না করার জন্য ইসরায়েলকে সতর্ক করা হয়েছিল। কারণ এটি অন্তহীন একটি যুদ্ধ শুরু করেছিল। তবে তারা সেই ভুল করছে।'
এদিকে ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার এই সাক্ষাতকার সম্পর্কে বলেছেন, নেতানিয়াহু সম্পর্কে বাইডেনের এমন মন্তব্য প্রতিটি সঠিক চিন্তাশীল দেশের কূটনৈতিক নিয়মের বাইরে।
গত সপ্তাহে প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবিরতির জন্য তিন স্তরের একটি শান্তি প্রস্তাব পেশ করেন। হামাস এই ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। এমনকি ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, যুক্তরাজ্যসহ যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী কাতার এবং মিশরও বাইডেনের শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির, অর্থমন্ত্রী স্মোট্রিচের মত কট্টরপন্থী মন্ত্রীরা জোট সরকার থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছেন।
উল্লেখ্য, প্রায় ৮ মাস ধরে চলা গাজা যুদ্ধে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু।
সূত্র: দ্য নিউ আরব
আপনার মূল্যবান মতামত দিন: