বাইডেনকে তিরস্কার করে ইসরায়েলে অস্ত্র পাঠাতে বিল পাস

মুনা নিউজ ডেস্ক | ১৭ মে ২০২৪ ১৬:৪১

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরাইলে অস্ত্র সরবরাহের জন্য বাধ্য করবে এমন একটি বিল পাস করেছে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। ১৬ মে, বৃহস্পতিবার বিলটি পাস হওয়ার সময় প্রেসিডেন্ট বাইডেনকে তিরস্কারও করা হয়।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধি পরিষদে দ্য ইসরাইল সিকিউরিটি অ্যাসিস্টেন্স সাপোর্ট অ্যাক্ট নামের বিলটির পক্ষে ভোট দেন ২২৪ জন। এর বিপক্ষে ছিল ১৮৭ জন। ইসরাইলকে অস্ত্র দেয়ার পক্ষে রিপাবলিকান জনপ্রতিনিধির পাশাপাশি ক্ষমতাসীন ডেমোক্র্যাটির পার্টির ১৬ জন জনপ্রতিনিধিও ছিলেন।

এই বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হবে এমন সম্ভাবনা কম। কারণ এই আইনে পরিণত হতে হলে বিলটি যুক্তরাষ্ট্রের সিনেটে পাস হতে হবে। যেখানে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

রিপাবলিকানদের অভিযোগ, ফিলিস্তিনের পক্ষে ব্যাপক আন্দোলনের মুখে বাইডেন ইসরাইলকে সহায়তা বন্ধ করেছেন।

পার্লামেন্ট ভোটের পর প্রতিনিধি পরিষদের রিপাবলিকান জনপ্রতিনিধি এবং পরিষদের স্পিকার মাইক জনসন এক সংবাদ সম্মেলনে বাইডেনের নাম উল্লেখ করে বলেন, ইসরাইলে অস্ত্রের চালান পাঠানো স্থগিতের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা ভয়ঙ্কর এবং এর পরিণতি হবে সুদূরপ্রসারী। কেউ একজন নিজের রাজনৈতিক ফায়দার জন্য যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে ছিনিমিনি খেলবে-তা আমরা কখনও বরদাস্ত করব না।

চলতি মাসের শুরুতে গাজার রাফায় হামলা চালানো নিয়ে মতবিরোধ থেকে যুক্তরাষ্ট্র ইসরাইলে বোমার চালান আটকে দেয়। একইসঙ্গে ইসরাইলে অস্ত্রের চালান আটকে দেয়ার হুমকি দেন বাইডেন।

যদিও গত ১৪ মে পররাষ্ট্র দফতর জানায়, ইসরাইলকে আরও ১০০ কোটি ডলারের অস্ত্র দিতে চায় সরকার।

 



আপনার মূল্যবান মতামত দিন: