মেটার মুখপাত্রকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়া

মুনা নিউজ ডেস্ক | ২৩ এপ্রিল ২০২৪ ০৩:০৫

মেটার রুশ কার্যালয়ের মুখপাত্র অ্যান্ডি স্টোন : সংগৃহীত ছবি মেটার রুশ কার্যালয়ের মুখপাত্র অ্যান্ডি স্টোন : সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার রুশ কার্যালয়ের মুখপাত্র অ্যান্ডি স্টোনকে ছয় বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন দেশটির আদালত। তার বিরুদ্ধে ‘সন্ত্রাসকে বৈধতা’ দেয়ার অভিযোগ এনে এ রায় দেয়া হয়। ২২ এপ্রিল, সোমবার রাশিয়ার সংবাদমাধ্যম মিডিয়াজোনার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিক অ্যান্ডি স্টোন বর্তমানে রাশিয়ার বাইরে আছেন। সোমবার তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়। বিচারক রোমান কিফোরেঙ্কো বলেছেন, তিনি রাশিয়ায় পা রাখা মাত্র রায় কার্যকর হবে।

অ্যান্ডি স্টোনের বিরুদ্ধে অভিযোগ, তিনি রুশ সেনাদের ওপর হামলায় উসকানিদাতাদের প্রশ্রয় দিয়েছিলেন।

২০২২ সালে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর এক সপ্তাহ পর মার্চ মাসে ফেসবুকে এক পোস্টে স্টোন লিখেছিলেন, যেসব ব্যবহারকারী রুশ বাহিনীর নিন্দা জানিয়ে তাদের সহিংসতার জবাব দেয়ার জন্য অস্ত্র ধারণের আহ্বান জানাচ্ছেন, তাদের শাস্তি দেবে না ফেসবুক।

আদালতের রায় ঘোষণার পর এক ফেসবুক পোস্টে আত্মপক্ষ সমর্থন করে অ্যান্ডি স্টোন বলেন, এটি সাময়িক আহ্বান ছিল। আমরা কখনও বেসামরিক রুশদের বিরুদ্ধে হামলার উসকানিদাতাদের প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না।

 



আপনার মূল্যবান মতামত দিন: