ভার্জিনিয়া থেকে নির্বাচিত ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান ডন বেয়ারের পরিবারের যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে গাড়ির ডিলারশিপের ব্যবসা আছে। যুক্তরাষ্ট্রের গাড়ি ডিলারদের মধ্যে তিনিই প্রথম নিজের প্রতিষ্ঠানের ওয়েবসাইট চালু করেছিলেন।
প্রযুক্তি সম্পর্কে ডন বেয়ারের ধারণা বেশ ভালো থাকা সত্ত্বেও নিজের প্রযুক্তিজ্ঞান আরও বাড়ানোর জন্য ৭৩ বছর বয়সে কলেজে ভর্তি হয়েছেন তিনি। উদ্দেশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা, তথা এআই সম্পর্কে আরও জানাবোঝা তৈরি করা।
যুক্তরাষ্ট্রের এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বেশ আলোচনা শুরু হয়েছে। আর সেই আলোচনায় নিজের অবস্থান আরও স্পষ্টভাবে উপস্থাপন করতে ৭৩ বছর বয়সে ডন বেয়ার ভর্তি হয়েছেন জর্জ ম্যাসন ইউনিভার্সিটিতে।
প্রযুক্তি যত দ্রুত এগিয়ে যাচ্ছে, বয়স্ক যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা ও বিচারকেরা প্রায়শই প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্ত বোঝার ব্যাপারে নিজেদের অপারগতা প্রকাশ করছেন। ডন বেয়ার তাঁদেরই একজন। তবে তাঁর নিজের জানাবোঝার কমতি দূর করার এই উদ্যোগ বেশ প্রশংসনীয়।
সম্প্রতি ভার্জিনিয়া শহরতলিতে জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিকেলের ক্লাস শেষে এপির মুখোমুখি হয়েছিলেন ডন বেয়ার। তিনি বলেন, ‘আমি এআইয়ের ব্যাপারে আশাবাদী হতে চাই। আমরা কল্পনাও করতে পারি না যে, এআইয়ের কারণে আমাদের জীবন আগামী পাঁচ, দশ বা বিশ বছর পর কতটা আলাদা হবে।’
যুক্তরাষ্ট্রের এই আইনপ্রণেতা আরও বলেন, ‘...শিগগিরই হয়তো আমাদের পেছনে রোবট চোখ রাঙিয়ে আসবে না কিন্তু এর বাইরেও আমাদের আরও গভীর অস্তিত্ব ঝুঁকি আছে, যা আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে।’
বেয়ার জানান, ছোটবেলা থেকেই কম্পিউটারে তাঁর ভীষণ আগ্রহ। যখন এআই জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় হিসেবে আবির্ভূত হয় তখন থেকেই তিনি বিষয়টি নিয়ে আরও জানতে আগ্রহী হয়ে ওঠেন। নিজের বয়সের চেয়ে অনেক কম বয়সীদের সঙ্গে ক্লাস করার বিষয়ে বেয়ার বলেন, ‘তাঁরা যখন সহপাঠী হিসেবে একজন কংগ্রেসম্যানকে নিজেদের পাশে দেখে তখন তাদের বেশির ভাগই বিচলিত বলে মনে হয় না।’
যুক্তরাষ্ট্রের এই আইনপ্রণেতা জানান, তিনি কম্পিউটার কোড কীভাবে লিখতে হয়, তাও শিখছেন। তিনি বলেন, ‘আমি খুঁজে পাচ্ছি যে কোড শেখা একধরনের গাণিতিক, অ্যালগরিদমিক শিক্ষা, যা ধাপে ধাপে শিখতে হয়। বিষয়টি আমাকে অন্য অনেক বিষয়ে আলাদাভাবে চিন্তা করতে সাহায্য করছে।’
আপনার মূল্যবান মতামত দিন: