জো বাইডেনকে ধন্যবাদ জানালেন জেলেনস্কি

মুনা নিউজ ডেস্ক | ২১ মে ২০২৩ ১২:১৮

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

 

 

জাপানের জি ৭ শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো নিয়ে আলোচনা করেন দুই পক্ষ।

২১ মে, রবিবার ইউক্রেনকে মোট ৩৭ বিলিয়ন ডলার এবং নতুন সামরিক সহায়তা প্যাকেজ পাঠায় যুক্তরাষ্ট্র। জেলেনস্কির কার্যালয় থেকে একটি রিডআউট অনুসারে এই তথ্য পাওয়া যায়।

জেলেনস্কি যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে কৃতক্ষতা প্রকাশ করেন। খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্র এর আগেও ৩৭৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিলেন, যার মধ্যে গোলাবারুদ, কামান এবং যানবাহন অন্তর্ভুক্ত ছিল।

জো বাইডেন একটি বিজ্ঞপ্তিতে জানান, ইউক্রেনের ক্ষমতাকে শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে।

জো বাইডেন আরো জানান, রাশিয়ার উপর নতুন নতুন নিষেধাজ্ঞা মাধ্যমে যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর চাপ বজায় রাখবে।

 

 

সূত্র : সিএনএন

 

 



আপনার মূল্যবান মতামত দিন: