ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন - এফবিআইয়ের প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। ১৪ মার্চ বুধবার দুপুরে ক্যালিফোর্নিয়ার প্রশিক্ষণ কেন্দ্রে এই ঘটনা হয়।
এই বিস্ফোরণকে দুর্ঘটনা হিসেবে আখ্যা দেয়া হয়েছে। আহতের সবাই পুলিশের স্পেশাল ওয়্যরফেয়ার অ্যান্ড ট্যাকটিক্টস, সোয়াটের সদস্য।
কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় সেখানে বোমা নিষ্ক্রিয় করার প্রশিক্ষণ চলছিলো। হঠাৎ করেই একটি আইইডি বিস্ফোরিত হয়। এ সময় আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া একজন নিজেই হাসপাতালে গিয়েছেন বলে জানা গেছে।
তবে সেখানে কোন ধরনের প্রশিক্ষণ চলছিল, সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। বলা হয়েছে, প্রশিক্ষণার্থীরা সে সময় প্রতিরক্ষামূলক সরঞ্জাম পরে ছিল। আহতদের মধ্যে কারো অবস্থাই আশঙ্কাজনক নয়।
আপনার মূল্যবান মতামত দিন: